আরও পড়ুনমুম্বই সিটি দলে বিনিয়োগ ম্যাঞ্চেস্টার সিটির! ISL-এ তৈরি হল ইতিহাস বললেন নীতা আম্বানি
গত কয়েক বছর ধরেই বাগানে বিনিয়োগ নিয়ে আগ্রহ প্রকাশ করেছিল দেশি-বিদেশি অনেক কোম্পানিই। কিন্তু প্রাথমিক আলোচনার পর তা আর গতি পায়নি। কিন্তু এবার বাগান কর্তাদের দাবি মুম্বইয়ের বৈঠক গঠনমূলক। শনিবার তিরিশে নভেম্বর আই লিগের প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। তার আগেই সৌদি অ্যারামকোর কর্তাদের সঙ্গে বৈঠক করে ক্লাবের আর্থিক বিষয়টি সুরক্ষিত করতে চান সৃঞ্জয় বসু, দেবাশিস দত্তরা। কারণ, নির্বাচনে তাঁদের সবচেয়ে বড় দাবি ছিল বাাগনে দ্রুত স্পনসর আনার বিষয়টি। এরমধ্যে গঙ্গা দিয়ে বয়েছে অনেক জল। কিন্তু ভাল বিনিয়োগকারীর সন্ধান পাচ্ছিলেন না বাগান কর্তারা। সৌদি অ্যারামকোর বিনিয়োগ ইঙ্গিতে সেই খরা কাটতে পারে বলে ওয়াকিবহাল মহলের দাবি।
advertisement
অপেক্ষা এখন সরকারি ঘোষণার। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে যদি মোহনবাগান-সৌদি অ্যারামকোর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়, তা-হলে ময়দান তো বটেই, এমনকী ভারতীয় ফুটবলের ইতিহাস সাক্ষী থাকবে সবচেয়ে বড় বিনিয়োগের। সাক্ষী হবে মোহনবাগানের সৌজন্যে।