ইউরো জ্বরে তাঁরা যে ভীষণভাবে কাবু, সেটা দুই টেনিস তারকার ট্যুইটেই স্পষ্ট। স্পেনের সাফ্যলের প্রশংসা করেছেন নাদাল। আর সুইস ফুটবলারদের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন ফেডেরার। এবারের ইউরোয় ফ্রান্সকে পেনাল্টি শ্যুট আউটে পযুর্দস্ত করে কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করে ফেলেন জেরদান শাকিরি, জাকারা। সুইজারল্যান্ডের সাফল্য দেখে উচ্ছ্বসিত ফেডেরার লিখেছেন, ‘কোয়ার্টার ফাইনালেও এই পারফরম্যান্স দেখতে চাই।’
advertisement
স্পেন আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েও ৫-৩ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়াকে। তা দেখে উত্তেজনা চেপে রাখতে পারেননি নাদাল। লিখেছেন, ‘স্পেন দুর্দান্ত খেলেছে। কোয়ার্টার ফাইনালে তোমাদের জন্য আগাম শুভেচ্ছা রইল।’ র্যাকেট হাতে তাঁদের দ্বৈরথ চিরন্তন। ৪০ বারের সাক্ষাৎকারে ২৬ বার শেষ হাসি হেসেছেন নাদাল। তবে এবার অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে নাদালকে দেখা যাচ্ছে না।
কারণ, ফরাসি ওপেনের সেমি-ফাইনালে জকোভিচের কাছে হারের পর তিনি নাম তুলে নিয়েছিলেন। আপাতত তিনি একান্তে সময় কাটাচ্ছেন। আর চোখ রাখছেন ইউরোর খবরে। তবে ফেডেরার আরও একবার রানির দেশে সেরার মুকুট পরতে মরিয়া। ব্যস্ততার মধ্যেই নিয়ম করে শাকিরি, সেফেরওভিচ এমবলোদের হয়ে গলা ফাটাচ্ছেন তিনি।
নাদাল মনে করেন স্প্যানিশ ফুটবল দলের ম্যানেজার এনরিকে দুর্দান্ত কাজ করছেন। রিয়েল মাদ্রিদের একজন ফুটবলারও দলে নেওয়ার প্রয়োজন মনে করেননি তিনি। নাদাল যদিও রিয়েল সমর্থক, তবুও এই ব্যাপারে কোচের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নিয়েছেন। জানেন স্পেন যদি চ্যাম্পিয়ন হয়ে ফিরতে পারে তাহলে এই বিতর্কের কোনও জায়গা থাকবে না।