শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান আইনজীবী উষানাথ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এফএস ডিএল এর পক্ষ থেকে এই অভিযোগ শোনা গিয়েছে। তিনি নিশ্চিত নন এই কারণেই কারণ তিনি ভিডিও দেখেননি। বৃহস্পতিবারের মধ্যে জবাব দিতে হবে লাল হলুদ কোচকে। শোকজ করা হয়েছে টনি গ্রান্টকে। তবে একটা ব্যাপার পরিষ্কার। মাঠের ভেতর ইস্টবেঙ্গল আগের থেকে উন্নতি করলেও কোচের ঘন ঘন মাথা গরম করা এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ দলটার ক্ষতি করছে।
advertisement
আগামী শুক্রবার ডার্বি ম্যাচের গ্যালারিতে থাকার কথা লাল-হলুদ কোচের। তবে যদি দোষ প্রমাণিত হয় তাহলে কিন্তু লাল-হলুদ কোচের জন্য বড় শাস্তি অপেক্ষা করছে। এমনিতেই এবারের মত প্লে অফের সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে লাল হলুদ ব্রিগেডের। সম্মানের বলতে পড়ে রয়েছে ডার্বি ম্যাচ। ইস্টবেঙ্গলের একমাত্র লক্ষ্য এই
সম্মানের ম্যাচে জিতে কিছুটা গরিমা ফিরে পাওয়া। কাজটা সহজ নয় কিন্তু অসম্ভব নয়।