TRENDING:

জীবন যুদ্ধে হার মানলেন প্রশান্ত ডোরা, মাত্র ৪৪ বছরেই চিরঘুমে প্রাক্তন গোলরক্ষক

Last Updated:

অকালে চলে গেলেন গোলরক্ষক প্রশান্ত ডোরা। মাত্র চুয়াল্লিশ বছর বয়স হয়েছিল তাঁর। বিরল এইচ এল এইচ রোগে আক্রান্ত হয়েছিলেন। দ্রুত প্লেটলেট নেমে যাচ্ছিল। ও পজিটিভ রক্তের প্রয়োজন ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাঙালি গোলরক্ষকদের দীর্ঘ তালিকায় অন্যতম উল্লেখযোগ্য গোলরক্ষক তিনি। মিতভাষী, শান্ত স্বভাবের হলেও তেকাঠির নীচে বহু গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জিতিয়েছেন তিনি। সুব্রত ভট্টাচার্য, অমল দত্তরা খুবই পছন্দ করতেন তাঁকে। পঞ্জাবের জেসিটি দলে খেলার সময় বিশেষ নজর কাড়েন তিনি। কোচ সুখবিন্দর সিং এর অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন তিনি। অকালে চলে গেলেন গোলরক্ষক প্রশান্ত ডোরা। মাত্র চুয়াল্লিশ বছর বয়স হয়েছিল তাঁর। বিরল এইচ এল এইচ রোগে আক্রান্ত হয়েছিলেন। দ্রুত প্লেটলেট নেমে যাচ্ছিল। ও পজিটিভ রক্তের প্রয়োজন ছিল। আয়োজন করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। গত আড়াই মাস ধরে ভুগছিলেন তিনি। কলকাতার তিন প্রধান' ছাড়াও টালিগঞ্জ এবং পোর্ট ট্রাস্ট দলের হয়ে খেলেছেন তিনি। বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলেছেন। ভারতের হয়ে জার্সি গায়ে চাপিয়েছেন।
advertisement

দাদা বিখ্যাত গোলরক্ষক হেমন্ত ডোরা। এমনিতে বৈদ্যবাটির বাসিন্দা হলেও গত কয়েক বছর নাগেরবাজারে থাকতেন তিনি। প্রথমে দমদমের একটি নার্সিংহোমে ভর্তি করা হলেও পরে রাজারহাটের একটি বিখ্যাত নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে প্রজাতন্ত্র দিবসের দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বাঙালি গোলরক্ষক। তাঁর মৃত্যুতে ময়দানে শোকের ছায়া নেমে এসেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্বামীর জীবনরক্ষায় O+ গ্রুপের রক্তের আবেদন জানিয়েছিলেন স্ত্রী সৌমি৷ বিভিন্ন ফ্য়ান্স ক্লাবের গ্রুপ থেকেও তাঁর জন্য রক্ত চেয়ে আবেদন করা হয়। রক্তের প্রয়োজন শুনে নির্দিষ্ট গ্রুপের রক্তের ব্যবস্থা করেছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা করেও বাঁচাতে পারলেন না প্রশান্তকে। তবে অভিযোগ শোনা গিয়েছিল পরিবার নাকি তিন প্রধানের কাছে সাহায্য চেয়েও সেরকম উল্লেখযোগ্য কিছু পায়নি। প্রশান্তর মৃত্যুর পর বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
জীবন যুদ্ধে হার মানলেন প্রশান্ত ডোরা, মাত্র ৪৪ বছরেই চিরঘুমে প্রাক্তন গোলরক্ষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল