TRENDING:

ফাইনালের লক্ষ্যে রোনাল্ডোদের আর এক ধাপ, পাশা ওল্টানোর লক্ষ্যে মরিয়া বায়ার্ন

Last Updated:

অ্যাওয়ে গোলের অ্যাডভানটেজও আছে জিনেদাইন জিদানের ছেলেদের ৷ এই অবস্থায় ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলতে নামছে রিয়াল মাদ্রিদ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাদ্রিদ: প্রথম লেগে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে ম্যাচ জিতেছে ৷ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে শুধু জয়ই নয়, অ্যাওয়ে গোলের অ্যাডভানটেজও আছে জিনেদাইন জিদানের ছেলেদের ৷ এই অবস্থায় ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলতে নামছে রিয়াল মাদ্রিদ ৷
advertisement

জাপ হেইঙ্কসের ছেলেদের ফাইনালের টিকিট যোগাড় করতে হলে অন্তত দু‘গোলে জয় পেতে হবে ৷ জার্মান জায়ন্টরা অবশ্য ম্যাচ শুরুর আগে পিছিয়ে আছে এমনটা মানতে নারাজ ৷

ক্যালেন্ডারের হিসেবে মে-র ২ তারিখে হবে এই হেভিওয়েট এনকাউন্টার ৷ ভারতীয় দর্শকরা মঙ্গলবার রাত ১২টা ১৫ তে দেখতে পাবেন এই ম্যাচ ৷ দু‘দলের মুখোমুখি পরিসংখ্যানও যেন সমানে সমানে টক্কর ৷ বায়ার্ন জিতেছে ১১ বার , রিয়াল জিতেছে ১২ বার , ২ টি ম্যাচ অমীমাংসিত হয়েছে ৷ একদিকে বায়ার্নকে যেমন সেমির টিকিট যোগাড় করার জন্য অন্তত ২ গোলে দিতে হবে, তেমনি রিয়াল ১ গোলে হারলেও কিয়েভের টিকিট পেতে অসুবিধা হবে না ৷

advertisement

মেসি দলকে লা লিগা জিতিয়ে দিয়েছেন ৷ এই অবস্থায় রোনাল্ডো অবশ্যই হেরে কিয়েভের টিকিট পেতে চাইবেন না ৷ চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্নের ফর্মে রয়েছেন পর্তুগিজ তারকা ,কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে –র সেমিফাইনালে গোল পাননি তিনি ৷ এই ম্যাচে তাই গোল পাওয়ার জন্য নিশ্চয় মরিয়া থাকবেন তিনি ৷

Real Madrid is ready to face Bayern Munich in Champions League’s 2ND leg final /Photo Courtesy: Bayern Munich /Twittter Handle

advertisement

রিয়াল মাদ্রিদের ইসকো-র কাঁধে ও ড্যানি কারভাজালের উরুতে চোট রয়েছে ৷ তাই তাঁদের ছাড়াই তৈরি হবে প্রথম একাদশ ৷ তবে বায়ার্নের আর্জেন রবেন মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা জারি ৷

একনজরে দেখে নেওয়া যাক রিয়াল মাদ্রিদের সম্ভাব্য প্রথম একাদশ ৷ রিয়াল মাদ্রিদ ৪-৩-৩ ছকে খেলতে চলেছে ৷ গোলে দায়িত্ব সামলাবেন নাভাস৷ ফরোয়ার্ড লাইনে  রোনাল্ডো, বেঞ্জিমা ৷ এছাড়াও থাকছেন নাচো, ভারানে, র‍্যামোস, মার্সেলো, ক্রুস , মর্ডিচ , ক্যাশমিরো, ভাসকুয়েজ ৷

advertisement

Photo: News18 Bangla Creative

Photo: News18 Bangla Creative

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বায়ার্নেরও ৪-৩-৩ ছকে খেলার সম্ভবনাই সবচেয়ে বেশি ৷ গোলের নিচে এদিনও থাকা হচ্ছে না ম্যানুয়েল নেয়্যুরের ৷ ফলে দায়িত্ব সামলাবেন উলরেইচ ৷ আপফ্রন্টে থাকছেন মুলার, রডরিগেজ, রিবেরি, লেওয়ানডস্কি ৷ এছাড়াও মাঠে নামবেন কিমিচ, সুলে, হুমেলস, রাফিনহা, টোলিসো, থিয়াগো ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ফাইনালের লক্ষ্যে রোনাল্ডোদের আর এক ধাপ, পাশা ওল্টানোর লক্ষ্যে মরিয়া বায়ার্ন