জাপ হেইঙ্কসের ছেলেদের ফাইনালের টিকিট যোগাড় করতে হলে অন্তত দু‘গোলে জয় পেতে হবে ৷ জার্মান জায়ন্টরা অবশ্য ম্যাচ শুরুর আগে পিছিয়ে আছে এমনটা মানতে নারাজ ৷
ক্যালেন্ডারের হিসেবে মে-র ২ তারিখে হবে এই হেভিওয়েট এনকাউন্টার ৷ ভারতীয় দর্শকরা মঙ্গলবার রাত ১২টা ১৫ তে দেখতে পাবেন এই ম্যাচ ৷ দু‘দলের মুখোমুখি পরিসংখ্যানও যেন সমানে সমানে টক্কর ৷ বায়ার্ন জিতেছে ১১ বার , রিয়াল জিতেছে ১২ বার , ২ টি ম্যাচ অমীমাংসিত হয়েছে ৷ একদিকে বায়ার্নকে যেমন সেমির টিকিট যোগাড় করার জন্য অন্তত ২ গোলে দিতে হবে, তেমনি রিয়াল ১ গোলে হারলেও কিয়েভের টিকিট পেতে অসুবিধা হবে না ৷
advertisement
মেসি দলকে লা লিগা জিতিয়ে দিয়েছেন ৷ এই অবস্থায় রোনাল্ডো অবশ্যই হেরে কিয়েভের টিকিট পেতে চাইবেন না ৷ চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্নের ফর্মে রয়েছেন পর্তুগিজ তারকা ,কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে –র সেমিফাইনালে গোল পাননি তিনি ৷ এই ম্যাচে তাই গোল পাওয়ার জন্য নিশ্চয় মরিয়া থাকবেন তিনি ৷
রিয়াল মাদ্রিদের ইসকো-র কাঁধে ও ড্যানি কারভাজালের উরুতে চোট রয়েছে ৷ তাই তাঁদের ছাড়াই তৈরি হবে প্রথম একাদশ ৷ তবে বায়ার্নের আর্জেন রবেন মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা জারি ৷
একনজরে দেখে নেওয়া যাক রিয়াল মাদ্রিদের সম্ভাব্য প্রথম একাদশ ৷ রিয়াল মাদ্রিদ ৪-৩-৩ ছকে খেলতে চলেছে ৷ গোলে দায়িত্ব সামলাবেন নাভাস৷ ফরোয়ার্ড লাইনে রোনাল্ডো, বেঞ্জিমা ৷ এছাড়াও থাকছেন নাচো, ভারানে, র্যামোস, মার্সেলো, ক্রুস , মর্ডিচ , ক্যাশমিরো, ভাসকুয়েজ ৷
বায়ার্নেরও ৪-৩-৩ ছকে খেলার সম্ভবনাই সবচেয়ে বেশি ৷ গোলের নিচে এদিনও থাকা হচ্ছে না ম্যানুয়েল নেয়্যুরের ৷ ফলে দায়িত্ব সামলাবেন উলরেইচ ৷ আপফ্রন্টে থাকছেন মুলার, রডরিগেজ, রিবেরি, লেওয়ানডস্কি ৷ এছাড়াও মাঠে নামবেন কিমিচ, সুলে, হুমেলস, রাফিনহা, টোলিসো, থিয়াগো ৷