TRENDING:

বিশ্বকাপে শুক্রবার ‘বড় ম্যাচ’, লড়াই তিকিতাকা বনাম রোনাল্ডোর পর্তুগালের

Last Updated:

বিশ্বকাপের গ্রুপ লিগে এটাই প্রথম বিগ ম্যাচ। মুখোমুখি ইউরোপের দুই জায়ান্ট। লড়াই তিকিতাকা বনাম রোনাল্ডোর পর্তুগালের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সোচি: বিশ্বকাপের গ্রুপ লিগে এটাই প্রথম বিগ ম্যাচ। মুখোমুখি ইউরোপের দুই জায়ান্ট। লড়াই তিকিতাকা বনাম রোনাল্ডোর পর্তুগালের।
advertisement

এক্কেবারে সেয়ানে-সয়ানে লড়াই। এই ম্যাচের জন্য অপেক্ষা করা যায়। শুক্রবার সোচিতে ভারতীয় সময় রাত সাড়ে এগারোটায় স্প্যানিশ আর্মাডা পেরোনোর চ্যালেঞ্জ পর্তুগিজদের।

২ বছর আগে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের ফিফা র‍্যাঙ্কিং ৪। বিশ্বকাপে প্রথমবার পর্তুগিজরা খেলে ১৯৬৬ সালে। সেবার ইউসেবিওর পর্তুগাল তৃতীয় হয়। এটাই তাদের বিশ্বকাপে সেরা পারফরম্যান্স। এখনও পর্যন্ত ৬ বার বিশ্বকাপ খেলেছে পর্তুগাল। তাদের টিমের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কোচ - ফার্নান্দো স্যান্টোস। প্রথম ম্যাচ রোনাল্ডোদের প্রতিপক্ষ স্পেন ফিফা র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছে । ১৯৩৪ সালে প্রথমবার তারা বিশ্বকাপ খেলে। ২০১০ সালে বিশ্বচ্যাম্পিয়ন। এখনও পর্যন্ত ১৪ বার বিশ্বকাপ খেলেছে স্পেন। তাদের তারকা ফুটবলার আন্দ্রে ইনিয়েস্তা, সার্জেই র‍্যামোস। কোচ ফার্নান্দো হিয়েরো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিশ্বকাপের আটচল্লিশ ঘণ্টা আগে স্পেনের কোচ বদলে টিমের পরিকল্পনা কিছুটা ধাক্কা খেয়েছে। নতুন কোচ হিয়েরোর চ্যালেঞ্জ দলকে ছন্দে রাখা। বিশ্বকাপে মাত্র একবার মুখোমুখি হয়েছে দুই দল ৷ ২০১০ বিশ্বকাপের প্রি-কোয়ার্টারে স্পেন ১-০ গোলে হারায় পর্তুগালকে। বাজির দরে শুক্রবারের ম্যাচে ১১/১০-এ এগিয়ে স্পেন। পর্তুগালের সব আলো রোনাল্ডোর উপর। তাঁকে সামনে রেখে যাবতীয় আক্রমণের পরিকল্পনা কোচ স্যান্টোসের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপে শুক্রবার ‘বড় ম্যাচ’, লড়াই তিকিতাকা বনাম রোনাল্ডোর পর্তুগালের