#ভলগোগ্রাদ: আহমেদ মুসা ৷ নিঃসন্দেহে এই নামটাই এখন গোটা বিশ্বের আর্জেন্টিনীয় সমর্থকদের কাছে অত্যন্ত প্রিয় নাম ৷ শুক্রবার পর্যন্ত যাঁরা নাইজেরিয়ার এই ফুটবলারকে চিনতেন না, মুসাকে তাঁদের চিনতে আর কোনওরকম সমস্যা হওয়ার কথা নয় ৷ কারণ তাঁর জোড়া গোলেই এদিন শুধু নিজের দেশ নাইজেরিয়া নয়, বিশ্বকাপে শেষ ষোলোয় যাওয়ার আশা জিইয়ে থাকল আর্জেন্টিনারও ৷
advertisement
শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আফ্রিকান সিংহদের ৷ পাশাপাশি এই ম্যাচের দিকে খানিকটা হলেও তাকিয়ে ছিলেন মেসিরা ৷ কারণ আইসল্যান্ডের জয় মানেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়াটা একপ্রকার নিশ্চিত হয়ে যেত আর্জেন্টিনার ৷ নাইজেরিয়া জেতায় এখনও প্রি কোয়ার্টারে যাওয়ার আশা জিইয়ে থাকল জর্জ সাম্পাওলির দলের ৷ এদিন ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন মুসা ৷ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে সুযোগ পাননি তিনি ৷ এদিন অবশ্য সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করলেন এই নাইজেরিয় স্ট্রাইকার ৷ ম্যাচের ৪৯ এবং ৭৫ মিনিটে দুটি গোল করেন মুসা ৷
Ahmed Musa! Remember that name...
This don just completely ripped open that net!