অন্যদের সঙ্গে ভিকুনার দলের পয়েন্টের ফারাকটা যেখানে দাঁড়িয়ে, তাতে এক-আধটা ম্যাচ গলে গেলেও কিছু যায় আসে না। কিন্তু শনিবার ফাতোরদায় চার্চিল ম্যাচ চাই-ই-চাই। বন্ধ ড্রেসিংরুমের আড়ালে ভিকুনা ‘চাক দে’-র কবীর খান রূপী শাহরুখ হয়ে উঠলেও বলার কিছু নেই। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসে ভাঙা রেকর্ড বাজিয়ে গিয়েছেন স্প্যানিয়ার্ড। ‘‘এখনও চ্যাম্পিয়ন হয়ে যায়নি। আরও ভাল খেলতে হবে।’’ ব্লা ব্লা ব্লা..।বৃহস্পতিবার ফাতোরদায় অনুশীলন করতে চেয়েও মাঠ পাননি কিবু ভিকুনা। ম্যাচের আগে প্রতিপক্ষকে বাড়তি সুবিধা দিতে রাজি নয় গোয়ানরা। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ রানার্সের দৌড়ে সুবিধেজনক অবস্থায় আলেমাও চার্চিলের ক্লাব। পর্তুগিজ কোচ হোসে ফার্নান্দোর দলও গোয়ান ফিস কারির মতোই মশালাদার। গোলের মধ্যে রয়েছেন উইলিস প্লাজা। মাঝমাঠে ভরসা দিচ্ছেন সিসে, ইজরায়েল, রিচার্ড কোস্তারা। চোট সারিয়ে বাগানের ডিফেন্সে ফিরছেন ড্যানিয়েল সাইরাস। প্লাজাকে রোখার দায়িত্বও সাইরাসের ওপরেই ছাড়ছেন ভিকুনা। ত্রিনিদাদ-টোবাগোর দুই তারকার ডুয়েল বাগান-চার্চিল ম্যাচের অন্যতম আকর্ষণ।
advertisement
নেরোকা ম্যাচে লালকার্ড দেখা ধনচন্দ্রর জায়গায় দলে আসছেন গুরজিন্দর কুমার। গোয়ায় চার্চিল বধে এক ঢিলে দুই পাখির লক্ষ্যে সবুজ-মেরুন। কল্যাণীর বদলা সঙ্গে খেতাবের আরও কাছাকাছি পৌঁছে যাওয়া।
PARADIP GHOSH