বিরতির পর আবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ নেরোকার ফিলিপ। বলে হাত লাগিয়ে লাল কার্ড দেখলেন ধনচন্দ্র। কিন্তু দিনটা যে মোহনবাগানের। চ্যাম্পিয়নস লাক জুড়ে গেছে যে দলটার সঙ্গে তাদের থামায় কার সাধ্য! ৩০ মিনিট দশজনে খেলেই আরও একটা গোল। এবার জেসুরাজ। স্কোরলাইন মোহনবাগান ৬, নেরোকা ২। ১২ ম্যাচে ২৯ পয়েন্ট। লিগ খেতাব গঙ্গাপাড়ের ক্লাবে এখন স্রেফ সময়ের অপেক্ষা। অশ্বমেধের ঘোড়ার মতই দুর্বার গতিতে আই লিগে ছুটছেন নাওরেম, তুরসভ, শঙ্কর রায়রা। ১২ এপ্রিল কোঝিকড় অবধি অপেক্ষা নয়, হিসেব বলছে তিন ম্যাচ বাকি থাকতেই খেতাব উঠবে বাগানে। আই লিগ চ্যাম্পিয়ন হয়েই আইএসএল খেলতৈ যাবে সৃঞ্জয় বোস, দেবাশিস দত্তদের মোহনবাগান। স্প্যানিশ তিকিতাকার সঙ্গে সামঞ্জস্য রেখে মিশেছে ভারসাম্যের ফুটবল। আর তাতেই ঠাসবুনোট টিম ভিকুনা। ভ্যালেন্টাইন ডে-র সন্ধ্যায় ফুটবল জাদুতে কল্যাণী-কে আলোয় ভাসালেন কিবুর ছেলেরা। ছয় গোলের ঝলমলানিতে প্রেম দিবসে সৌন্দর্যের ঝিকিমিকি বাগানে। ফুল ফুটুক বা না-ফুটুক বাগানে আজ বসন্ত। বাগানে বসন্ত এসে গেছে।
advertisement
PARADIP GHOSH