#কলকাতা: প্রাথমিক সম্মতি চলে এল। ম্যাচ ফি বাবদ বিশাল অঙ্কের টাকা জমা পড়লেই আসছে জুলাইতে কলকাতায় রেড ডেভিলরা। বৃহস্পতিবার যুবভারতী ও হোটেল ব্যবস্থা দেখে খুশি ম্যান ইউ প্রতিনিধিরা। জুয়ান মাতা, র্যাশফোর্ড, ফিল জোনস, ডেভিড জিয়া। সব কিছু ঠিকঠাক চললে জুলাইতেই শহরে রেড ডেভিলরা। বৃহস্পতিবার যুবভারতী ঘুরে দেখে নিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের চার সদস্যের এক প্রতিনিধি দল। কলকাতার মাঠ-হোটেল সহ অন্যান্য সুবিধে দেখে খুশি ম্যান ইউয়ের প্রতিনিধি দল। জুলাই-অগস্টে কলকাতা, বাংলাদেশ, চিনে তিনটি প্রাক-মরশুম প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। শতবর্ষ সেলিব্রেশনের অংশ হিসেবে কলকাতায় ম্যান ইউকে খেলাতে তোড়জোড় করছে ইস্টবেঙ্গল।
advertisement
মূলত লাল-হলুদের উদ্যোগেই শহরে ম্যাঞ্চেস্টারের ফুটবল ডিরেক্টর অ্যালেন ডসন ও ট্যুর ডিরেক্টর ক্রিস্টোফার কোমেন। খুঁটিয়ে খুঁটিয়ে যুবভারতীর মাঠ, গ্যালারি দেখে খুশি কুড়িবারের ইপিএল সেরারা। ম্যাচ খেলার ফি বাবদ ম্যান ইউকে দিতে হবে প্রায় কুড়ি থেকে বাইশ কোটি টাকা। রেড ডেভিল ও ইস্টবেঙ্গলের মাঝে বাধা এখন এই বিশালর পরিমাণ অর্থ। তবে হাতে ছয় মাসেরও বেশি সময় থাকায় স্পনসরশিপের দিকটাও খতিয়ে দেখতে চান লাল-হলুদ কর্তারা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফ্যানবেস বিশ্বজুড়ে। ভারতেও রেড ডেভিলদের সমর্থক প্রচুর। জুয়ান মাতা, র্যাশফোর্ডদের কলকাতায় আনার বিষয়ে সেটাই কাজে লাগাতে চান ইস্টবেঙ্গল কর্তারা। যুবভারতী ঘুরে দেখার পাশাপাশি বৃহস্পতিবার ইস্টবেঙ্গল শীর্ষকর্তাদের সঙ্গেও দফায় দফায় বৈঠক করেন ম্যান ইউ ম্যানেজমেন্ট।
কলকাতায় খেলার জন্য আগামী বছরের ২৬ জুলাই অথবা ২রা অগস্ট দুটো তারিখও রিজার্ভ রাখছে ম্যান ইউ ক্লাব কতৃপক্ষ। দেখার এখন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিশাল পরিমাণ আর্থিক চাহিদা মিটিয়ে যুবভারতীতে রেড ডেভিলদের নামাতে পারেন কী না ইস্টবেঙ্গল কর্তারা।