TRENDING:

কিয়েভে কেরামতি জমবে কার, রোনাল্ডোকে চ্যালেঞ্জ ছুঁড়তে তৈরি সালহা

Last Updated:

দু লেগ মিলিয়ে ৭-৬ গোলের গড়ে ফাইনালের টিকিট বুক করে নেন ইয়ুর্গেন ক্লপের ছেলেরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রোম: হেরে গিয়েও ফাইনালে রিয়াল মাদ্রিদের সঙ্গে ডেট ফিক্স করে ফেলল লিভারপুল ৷
advertisement

বায়ার্ন মিউনিখের সঙ্গে ২-২ ড্র করলেো দু লেগ মিলিয়ে ৪-৩ গোলে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গিয়েছিল রিয়াল মাদ্রিদ ৷

Photo Courtesy: Real Madrid/Twittter Handle

আর রোমার দ্বিতীয় লেগের খেলায় দুদ্ধর্ষ খেলেও লিভারপুলকে আটকাতে ব্যর্থ ৷ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনার বিরুদ্ধে যে খেলাটা খেলেছিল সেটা যে কোনও ফ্লুক নয় দ্বিতীয় লেগের সেমিফাইনালেও তা প্রমাণ হল ৷ এই ম্যাচের লিভারপুলের বিরুদ্ধে ৪-২ গোলে জেতেন তারা ৷ তবে দু লেগ মিলিয়ে ৭-৬ গোলের গড়ে ফাইনালের টিকিট বুক করে নেন ইয়ুর্গেন ক্লপের ছেলেরা ৷

advertisement

Photo Courtesy: Liverpool/Twittter Handle

অতএব এবার কিয়েভের অপেক্ষায় বিশ্বজোড়া ফুটবল ফ্যানরা ৷ পারবেন কি রোনাল্ডো টানা তিনবার রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে নতুন নজির গড়তে নাকি মহম্মদ সালহা, মানেরা ফের ইংলিশ ফুটবলকে ফের হারানো মর্যাদা ফিরিয়ে দিতে পারবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কিয়েভে কেরামতি জমবে কার, রোনাল্ডোকে চ্যালেঞ্জ ছুঁড়তে তৈরি সালহা