বলা ভাল কোপা (Copa America) জেতার পরে বিড়ির ব্র্যান্ডিং করা হয়েছে মেসির নামে। মুর্শিদাবাদের ধুলিয়ানের (West Bengal’s Dhuliyan) একটি বিড়ি প্রস্তুতকারী সংস্থা তাদের প্যাকেটে ব্যবহার করছে মেসির নাম এবং ছবি। উল্লেখ্য, রোনাল্ডো বিড়িও তৈরি হয়েছিল মুর্শিদাবাদেই।
advertisement
এ দিন মেসির মুখ দেওয়া বিড়ির প্যাকেটের ছবি শুধু মুর্শিদাবাদেই সীমাবদ্ধ না থেকে, ব্র্যান্ডের নাম ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। যা দেখে ট্যুইটারে এক নেটাগরিকের মন্তব্য, ‘ভারতে এটাই মেসির প্রথম বিজ্ঞাপন।’ কেউ আবার লিখেছেন, ‘দারুন সাফল্য। কোপা জিতেই বিজ্ঞাপন পেয়ে গেলেন মেসি।’
ছয় বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। একাধিক ব্যক্তিগত সাফল্য, বার্সেলোনার হয়ে একাধিক ট্রফি, আন্তর্জাতিক মঞ্চে আর্জেন্তিনার হয়ে কোপা জয়ের পর এমন কাণ্ডে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা।
কেউ কেউ আবার প্রশ্ন করেছেন, ‘মেসি জানেন তো?’ এক নেটিজেন লেখেন, ‘ভারতেই এমন কাণ্ড সম্ভব।