TRENDING:

Lionel Messi|| বিড়ির প্যাকেটে মেসি! 'কোপা জিতেই ভারতে প্রথম বিজ্ঞাপন', নেটদুনিয়ায় হাসির রোল

Last Updated:

বিড়ির প্যাকেটে এ বার লিওনেল মেসির মুখ (Argentine superstar Lionel Messi)! বিড়ির প্যাকেটে (Messi Biri) ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) মুখ ব্যবহার হয়েছিল আগেই। এ বার এলেন মেসিও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিড়ির প্যাকেটে এ বার লিওনেল মেসির মুখ (Argentine superstar and six-time Ballon d’Or winner Lionel Messi)! বিড়ির প্যাকেটে (Messi Biri) ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) মুখ ব্যবহার হয়েছিল আগেই। এ বার এলেন মেসিও।
মেসি বিড়ি।
মেসি বিড়ি।
advertisement

বলা ভাল কোপা (Copa America) জেতার পরে বিড়ির ব্র্যান্ডিং করা হয়েছে মেসির নামে। মুর্শিদাবাদের ধুলিয়ানের  (West Bengal’s Dhuliyan) একটি বিড়ি প্রস্তুতকারী সংস্থা তাদের প্যাকেটে ব্যবহার করছে মেসির নাম এবং ছবি। উল্লেখ্য, রোনাল্ডো বিড়িও তৈরি হয়েছিল মুর্শিদাবাদেই।

advertisement

এ দিন মেসির মুখ দেওয়া বিড়ির প্যাকেটের ছবি শুধু মুর্শিদাবাদেই সীমাবদ্ধ না থেকে, ব্র্যান্ডের নাম ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। যা দেখে ট্যুইটারে এক নেটাগরিকের মন্তব্য, ‘ভারতে এটাই মেসির প্রথম বিজ্ঞাপন।’ কেউ আবার লিখেছেন, ‘দারুন সাফল্য। কোপা জিতেই বিজ্ঞাপন পেয়ে গেলেন মেসি।’

advertisement

ছয় বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। একাধিক ব্যক্তিগত সাফল্য, বার্সেলোনার হয়ে একাধিক ট্রফি, আন্তর্জাতিক মঞ্চে আর্জেন্তিনার হয়ে কোপা জয়ের পর এমন কাণ্ডে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা।

advertisement

কেউ কেউ আবার প্রশ্ন করেছেন, ‘মেসি জানেন তো?’ এক নেটিজেন লেখেন, ‘ভারতেই এমন কাণ্ড সম্ভব।

বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi|| বিড়ির প্যাকেটে মেসি! 'কোপা জিতেই ভারতে প্রথম বিজ্ঞাপন', নেটদুনিয়ায় হাসির রোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল