আর্জেন্টিনা অধিনায়ক ব্রাজিলের সর্বকালীন সেরা পেলেকে টপকে যান ম্যাচের ৬৪ মিনিটে ৷ নিজের দ্বিতীয় গোলে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতা হয়ে যান তিনি৷ ক্লোজ রেঞ্জের মেসির শটের কোনও উত্তর ছিল না লাউতারো মার্তিনেজের (Lautaro Martinez) কাছে৷
দেখুন ভিডিও
মেসি এদিন আন্তর্জাতিক কেরিয়ারের সপ্তম হ্যাটট্রিক করে নেন৷ খেলা শেষের ২ মিনিট আগে আরও একটি গোল করেন৷ একটি রিবাউন্ড শটে গোল করেন আর্জেন্তাইন সুপারস্টার৷
advertisement
আরও পড়ুন - 6 Sixer in 6 balls, ভারতীয় Cricketer ২০ বলে ১১২ রান করে মাচালেন তহেলকা, দেখুন video
এদিকে আন্তর্জাতিক আঙিনায় জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) তাঁর চির প্রতিদ্বন্দ্বী ১৮০ আন্তর্জাতিকে ১১১ গোলের মালিক৷
এদিকে দিন কয়েক আগেই আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচ ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচ স্থগিত হয়ে যায়৷ রবিবার মাত্র সাত মিনিট খেলার পর কোভিড ১৯ (COVID-19) বিতর্কের জেরে বাতিল হয়ে যায়৷
এদিকে এদিন ম্যাচে হ্যাট্রটিক ও পেলের রেকর্ড ভেঙে আরও একধাপ এগোলেন লিও মেসি৷ পেলে -মারাদোনা-র সঙ্গে সর্বকালীন সেরাদের আরও কাছাকাছি হয়ে গেলেন৷