TRENDING:

Argentina vs Uruguay : সুয়ারেজদের বিরুদ্ধে কঠিন লড়াই মেসির আর্জেন্টিনার

Last Updated:

Lionel Messi led Argentina will face Luis Suarez Uruguay in World Cup qualifier. জার্সির বং বদলালেও লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের বন্ধুত্ব এখনও অটুট। তবে রবিবার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে সেই সখ্যতা নিশ্চয়ই ভুলে যাবেন দু’জনে। আর্জেন্তিনা-উরুগুয়ে ম্যাচ ঘিরে উত্তাপের পারদ ক্রমশই চড়ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেশের জার্সিতে লড়াই মেসি - সুয়ারেজের
দেশের জার্সিতে লড়াই মেসি - সুয়ারেজের
advertisement

তবে রবিবার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে সেই সখ্যতা নিশ্চয়ই ভুলে যাবেন দু’জনে। আর্জেন্তিনা-উরুগুয়ে ম্যাচ ঘিরে উত্তাপের পারদ ক্রমশই চড়ছে। বিশ্বকাপে সরাসরি টিকিট নিশ্চিত করার লক্ষ্যে রবিবার তিন পয়েন্ট পেতে মরিয়া লায়োনেল স্কালোনি-ব্রিগেড। গত ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে একচ্ছত্র দাপট দেখিয়েও জয় ছিনিয়ে নিতে ব্যর্থ মেসিরা। এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয়েছিল আর্জেন্তিনাকে। তবে রবিবার জয় ছাড়া কিছুই ভাবছেন না মেসিদের হ্যাড স্যার।

advertisement

উল্লেখ্য, চোটের জেরে গত ম্যাচে খেলতে পারেননি আর্জেন্তিনার আক্রমণের অন্যতম ভরসা লাওতারো মার্তিনেজ। তবে উরুগুয়ের বিরুদ্ধে দলে ফিরছেন তিনি। পক্ষান্তরে, গত ম্যাচে পয়েন্ট খুইয়েছিল উরুগুয়ে। কলম্বিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে অস্কার তাবারেজের দল। তাই অ্যাওয়ে ম্যাচ হলেও জয় পেতে মরিয়া তারা। আর্জেন্তিনার বিরুদ্ধে নামার আগে খুব একটা স্বস্তিতে নেই উরুগুয়ে।

advertisement

কার্ড সমস্যা ও চোটের জেরে প্রথম একাদশের তিন নিয়মিত ফুটবলারকে পাবেন না কোচ তাবারেজ। দিনের অপর ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। টানা ৯ ম্যাচ জিতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে তিতে-ব্রিগেড (২৭ পয়েন্ট)। তাদের পরেই রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনা (৯ ম্যাচে ১৯)। তাই রবিবার জিতে দশে দশ করাই লক্ষ্য সেলেকাওদের।

advertisement

গত ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে জিতলেও, ফুটবলারদের পারফরম্যান্স খুশি করতে পারেনি ব্রাজিল কোচকে। তাই কলম্বিয়ার বিরুদ্ধে সাম্বা ম্যাজিক ফিরিয়ে আনাই লক্ষ্য তাঁর। উল্লেখ্য, কার্ড সমস্যা কাটিয়ে রবিবার দলে ফিরছেন নেইমার। প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে গোল তুলে নিতে চায় ব্রাজিল। তবে আর্জেন্টিনা নিজেদের ঘরের মাঠে উরুগুয়েকে হারানোর জন্য সর্বশক্তি উজাড় করে দেবে।

advertisement

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে

সোমবার সকাল ৫ টা

বাংলা খবর/ খবর/খেলা/
Argentina vs Uruguay : সুয়ারেজদের বিরুদ্ধে কঠিন লড়াই মেসির আর্জেন্টিনার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল