TRENDING:

বিশ্বজুড়ে ১ কোটি ক্ষুধার্ত বাচ্চার মুখে অন্ন তুলে দিতেন পেলে, চালাতেন একাধিক দাতব্য কাজ

Last Updated:

Football legend Pele had tremendous contribution for poor children around the globe as UNICEF ambassador. শুধু ফুটবলার নয়, পিছিয়ে পড়া মানুষের মসিহা ছিলেন পেলে! প্রচুর দান ধ্যান বিশ্বজুড়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রিও: ছোটবেলায় এতটাই গরিব ছিলেন ফুটবল কেনার পয়সা ছিল না। বাতাবি লেবুকে ফুটবল মনে করে চলত প্র্যাকটিস। সেখান থেকেই প্রথম বল কন্ট্রোল শেখা। নিজের আত্মজীবনীতে এ কথা বলে গেছেন পেলে। পেলে তাঁর অবসর-পরবর্তী জীবনে নানা দাতব্যকাজে সাহায্য-সহযোগিতা-সমর্থন দিয়ে গেছেন। এর মধ্যে অন্যতম ছিল অ্যাকশন ফর ব্রাজিল’স চিলড্রেন, গোল পেলা ভিদা, এসওএস চিলড্রেনস ভিলেজেস, দ্য লিটলেস্ট ল্যাম্ব, প্রিন্সেস রেইনফরেস্ট প্রজেক্ট।
বিশ্বজুড়ে ১ কোটি ক্ষুধার্ত বাচ্চার মুখে অন্ন তুলে দিতেন পেলে
বিশ্বজুড়ে ১ কোটি ক্ষুধার্ত বাচ্চার মুখে অন্ন তুলে দিতেন পেলে
advertisement

দাতব্যকাজের উদ্দেশ্যে পেলে তাঁর কয়েক দশকের সংগ্রহশালা থেকে ১ হাজার ৬০০টির বেশি সামগ্রী ২০১৬ সালে নিলামে তুলেছিলেন। এই নিলাম থেকে তিনি ৩ দশমিক ৬ মিলিয়ন ডলার অর্থ সংগ্রহ করেছিলেন। ২০১৮ সালে পেলে তাঁর নিজের দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন। ‘পেলে ফাউন্ডেশন’ নামের এই সংস্থা সারা বিশ্বের দরিদ্র ও অধিকারবঞ্চিত শিশুদের ক্ষমতায়নে কাজ করে থাকে।

advertisement

আরও পড়ুন - আফ্রিকার গৃহযুদ্ধ থামিয়েছিলেন পেলে! সম্রাটকে দেখার জন্য ছিল ২ দিনের যুদ্ধ বিরতি

মানবিক ও পরিবেশগত বিষয়ে তাৎপর্যপূর্ণ অবদানের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অর্জনের জন্য ২০১২ সালে পেলেকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়। পেলে ১৯৯৭ সালে যুক্তরাজ্যের তৎকালীন রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে সম্মানজনক নাইট উপাধি পান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

ব্রাজিল ফুটবলে দুর্নীতি রুখতে পেলের উদ্যোগে ১৯৯৮ সালে একটি আইন পাস হয়। এটিকে অনেকে ‘পেলে আইন’ নামে অভিহিত করেন। পেলের সংস্থার পক্ষ থেকে আফ্রিকা এবং লাতিন আমেরিকা মহাদেশের বহু বাচ্চার খাওয়া-দাওয়া এবং লেখাপড়ার খরচ চালানো হত। ইউনিসেফ এই কাজটা করত ফুটবল সম্রাটের হয়ে। আগামী দিনেও পেলের ইচ্ছে মেনে এই সমাজ সেবার কাজ চালিয়ে যাবে তারা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বজুড়ে ১ কোটি ক্ষুধার্ত বাচ্চার মুখে অন্ন তুলে দিতেন পেলে, চালাতেন একাধিক দাতব্য কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল