TRENDING:

Mohun Bagan Day: পেলের গোল আটকেছিলেন, সেই শিবাজি বন্দ্যোপাধ্যায় এবারের মোহনবাগান রত্ন

Last Updated:

২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি প্রয়াত হন শিবাজি বন্দ্যোপাধ্যায়। জীবিত অবস্থায় তাঁর হাতে মোহনবাগান রত্ন পুরস্কার তুলে দেওয়া গেল না, সেই আক্ষেপ যেন যাচ্ছে না বাগান কর্তাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সামনেই ২৯শে জুলাই। মোহনবাগান দিবস। কিন্তু গত দুবছর ধরে সবই যেন এলোমেলো করে দিয়েছে করোনা। মোহনবাগান ক্লাব নতুন করে সেজে উঠেছে। ক্লাবের ভিতর ঢুকলে এখন হয়তো আর চিনতেই পারবেন না। ক্লাবের আনাচে-কানাচে কর্পোরেট ছোঁয়া লেগেছে। কোভিডের উত্পাত না থাকলে হয়তো এবার ২৯শে জুলাই আলাদা উন্মাদনায় পালিত হত। কিন্তু সেসব কিছুই হচ্ছে না। গতবারের মতো এবারও ২৯শে জুলাই মোহনবাগান দিবস পালিত হবে ভার্চুয়ালি। আর এবার মোহনবাগান রত্ন প্রয়াত গোলকিপার শিবাজি বন্দ্যোপাধ্য়ায়। বুধবার কার্যকরী কমিটির সভা ভার্চুয়ালি আয়োজন করেছিলেন মোহনবাগানের কর্তারা। সেখানেই সর্বসম্মতিতে শিবাজি বন্দ্যোপাধ্যায়কে মোহনবাগান রত্ন পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
advertisement

২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি প্রয়াত হন শিবাজি বন্দ্যোপাধ্যায়। জীবিত অবস্থায় তাঁর হাতে মোহনবাগান রত্ন পুরস্কার তুলে দেওয়া গেল না, সেই আক্ষেপ যেন যাচ্ছে না বাগান কর্তাদের। তবে মোহনবাগান শিবাজি বন্দ্যোপাধ্যায়ের অবদান ভুলে যায়নি। মোহনবাগান দিবসে শিবাজি বন্দ্যোপাধ্যায়ের পরিবারের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ২০২০-২১ মরশুমে ১৪টি গোল করা রয় কৃষ্ণাকে এবারের সেরা ফুটবলার হিসাবে বেছে নেওয়া হয়েছে। সেরা ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ। সেরা অ্যাথলিট বাছা হয়েছে বিদিশা কুণ্ডুকে। তবে সমস্ত পুরস্কার বিতরণী হবে ভার্চুয়ালি। করোনার জন্য মোহনবাগান দিবসের সমস্ত আনন্দ, উদ্দীপনা যেন থমকে গিয়েছে দুবছর ধরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

১৯৭৭ সালে কসমসের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলেছিল মোহনবাগান। সেই ম্যাচে ফুটবল সম্রাট পেলের গোল আটকেছিলেন শিবাজি বন্দ্যোপাধ্যায়। ২-২ ম্য়াচে শেষ হয়েছিল মনে রাখার মতো সেই ম্য়াচ। সেই ম্যাচে অন্তত পাঁচটি দুর্দান্ত সেভ দিয়েছিলেন শিবাজি বন্দ্যোপাধ্যায়। ডিরেক্ট ফ্রি-কিক থেকে পেলের গোলের সুযোগ আটকে দিয়েছিলেন। আবার ওয়ান টু ওয়ান সুযোগ পেয়েও শিবাজি বন্দ্যোপাধ্যায়কে টপকে গোল করতে পারেননি পেলে। গোটা গ্যালারি হাততালিতে ভরিয়ে দিয়েছিল শিবাজি বন্দ্যোপাধ্যায়কে। ভারতীয় ফুটবলের সোনায় মোড়ানো সময় সেইসব। এত বছর পর এখনও যেন ফুটবলপ্রেমীদের মনে সেসব স্মৃতি টাটকা। চার বছর আগে প্রয়াত শিবাজি বন্দ্যোপাধ্যায়ের অজস্র স্মৃতিও যেমন মোহনবাগান সমর্থকদের মনে টাটকা আজও।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Mohun Bagan Day: পেলের গোল আটকেছিলেন, সেই শিবাজি বন্দ্যোপাধ্যায় এবারের মোহনবাগান রত্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল