#কোচি: জয়ের সুযোগ তৈরি হলেও শেষপর্যন্ত কেরলের কাছে আটকে গেল এটিকে ৷ অন্যদিকে কোচ বদলের পরও ঘরের মাঠে জয় অধরা কেরলের ৷
ম্যাচের শেষ মিনিট পর্যন্ত চলল লড়াই। সারা ম্যাচ সমানে সমানে লড়েও গোল এল ম্যাচের শেষের দিকে। ৮৫ মিনিটে সদ্য যোগ দেওয়া এডু গার্সিয়া ফ্রিকিকে গোল করে এগিয়ে দিয়েছিলেন এটিকে-কে। কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে পারেনি কপেলের ছেলেরা। মাত্র দু’মিনিটের মধ্যেই গোল পেয়ে যায় কেরল। পপলান্তিকের হেড ভিয়েরার পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জরিয়ে যায়।
advertisement
সন্দেশের পাশে ছিলেন না আনাস। ওদিকে এটিকে-তেও দেখা যায়নি লাঞ্জারোতেকে। কালু উচে অনেকদিন পর মাঠে নেমেছিলেন, কিন্তু তেমন দাগ কাটতে পারেননি। এডু গার্সিয়া দুএকটি ভাল শট নেন বিপক্ষ গোলে।
উল্টোদিকে লেন, স্তেনিভিচরাও সুযোগ নষ্ট করেন। কিছু ক্ষেত্রে অরিন্দমও বেশ কয়েকটি ভালো বাঁচান। সেই বাঁচানোর তালিকায় থাকবে ধীরজের নামও।
এটিকের ড্র হওয়াতে সুবিধা হল জামশেদপুরের। ১৩ ম্যাচ খেলে কপেলের ছেলেরা ১৭ পয়েন্টে দাঁড়িয়ে রইল। তাদের স্থান সেই ছয় নম্বরে।