TRENDING:

ISL 2018-19: কেরলের বিরুদ্ধে ড্র এটিকে-র

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেরল ব্লাস্টার্স: ১ (জার্সন-৮৮’-আত্মঘাতী)   এটিকে: ১ (এডু গার্সিয়া-৮৫’)
advertisement

#কোচি: জয়ের সুযোগ তৈরি হলেও শেষপর্যন্ত কেরলের কাছে আটকে গেল এটিকে ৷ অন্যদিকে কোচ বদলের পরও ঘরের মাঠে জয় অধরা কেরলের ৷ 

 

ম্যাচের শেষ মিনিট পর্যন্ত চলল লড়াই। সারা ম্যাচ সমানে সমানে লড়েও গোল এল ম্যাচের শেষের দিকে। ৮৫ মিনিটে সদ্য যোগ দেওয়া এডু গার্সিয়া ফ্রিকিকে গোল করে এগিয়ে দিয়েছিলেন এটিকে-কে। কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে পারেনি কপেলের ছেলেরা। মাত্র দু’মিনিটের মধ্যেই গোল পেয়ে যায় কেরল।  পপলান্তিকের হেড ভিয়েরার পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জরিয়ে যায়।

advertisement

সন্দেশের পাশে ছিলেন না আনাস। ওদিকে এটিকে-তেও দেখা যায়নি লাঞ্জারোতেকে। কালু উচে অনেকদিন পর মাঠে নেমেছিলেন, কিন্তু তেমন দাগ কাটতে পারেননি। এডু গার্সিয়া দুএকটি ভাল শট নেন বিপক্ষ গোলে।

advertisement

উল্টোদিকে লেন,  স্তেনিভিচরাও সুযোগ নষ্ট করেন। কিছু ক্ষেত্রে অরিন্দমও বেশ কয়েকটি ভালো বাঁচান। সেই বাঁচানোর তালিকায় থাকবে ধীরজের নামও।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এটিকের ড্র হওয়াতে সুবিধা হল জামশেদপুরের। ১৩ ম্যাচ খেলে কপেলের ছেলেরা ১৭ পয়েন্টে দাঁড়িয়ে রইল। তাদের স্থান সেই ছয় নম্বরে।

বাংলা খবর/ খবর/খেলা/
ISL 2018-19: কেরলের বিরুদ্ধে ড্র এটিকে-র