এই অবস্থায় রবিবার লা লিগায় লেভান্তের বিরুদ্ধে নামছে বার্সেলোনা। লিগ টবিলে ১৬ নম্বরে থাকলেও পাকো লোপেজের দল চলতি মরসুমে ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট কেড়েছে দুরন্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদের থেকে।
আরও পড়ুন - La Liga: সাবমেরিনের ধাক্কায় থমকে গেল লস ব্ল্যাঙ্কোসদের দৌড়, La Liga-য় গোলশূন্য ড্র Real Madrid
advertisement
চাপে বেশ চাপে বার্সিলোনা। চাকরি না গেলেও ম্যানেজার রোনাল্ড কোম্যানের অবস্থা সঙ্গীন। লা লিগায় পরের ম্যাচে বার্সাকে খেলতে হবে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স লিগের বেনফিকা ম্যাচও কড়া নাড়ছে ন্যু ক্যাম্পে। ছন্দে ফেরার মহড়াটা তাই লেভান্তের বিরুদ্ধেই সেরে নিতে হবে ডাচম্যানকে।
আরও পড়ুন - জীববৈচিত্র্য আর প্রাকৃতিক শোভার যুগলবন্দী, ছুটির সেরা ঠিকানা হতে পারে North East-র এই National Park
চোট সমস্যায় আগেই ছিটকে গিয়েছেন আগুয়েরো, পেড্রি, মার্টিন ব্রেথওয়েট, ডেম্বেলে, জর্ডি আলবার মতো তারকারা। লেভান্তের বিরুদ্ধে কার্ড সমস্যায় নেই ফ্র্যাঙ্কি ডি জঙ্গ। বার্সার পক্ষে একমাত্র আশার খবর লেভান্তের বিরুদ্ধে মাঠে ফিরতে পারেন আনসু ফাতি। মেসি পরবর্তী সময়ে বার্সেলোনার ১০ নম্বর জার্সির মালিকের উপস্থিতি ন্যু ক্যাম্পে জয়ের খরা কাটাতে পারে কী না, দেখার এখন সেটাই।
গ্রানাডা ও ক্যাডিজের বিরদ্ধে জয়ের আশায় বুক বেঁধেছিলেন বার্সিলোনা সর্মথকরা। সদস্য সমর্থকদের আশা পূরণ করতে ব্যর্থ রোনাল্ড কোম্যানের ছেলেরা। গ্রানাডার বিরুদ্ধে বার্সেলোনা আটকে গিয়েছিল ১-১ গোলে। ক্যাডিজের বিরুদ্ধে স্কোর লাইন ছিল গোলশূন্য। সেই অবস্থা থেকে লেভান্তে ম্যাচের একটা জয় বদলে দিতে পারে ন্যু ক্যাম্পের পরিস্থিতি। অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে লা লিগার বড় ম্যাচে কিংবা চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিরুদ্ধে নামার আগে বার্সা শিবিরে যোগাতে পারে বাড়তি অক্সিজেন। সেই আশাতেই বুক বাঁধছে ন্যু ক্যাম্প। আশায় বার্সেলোনা সমর্থকরাও।
PARADIP GHOSH