TRENDING:

মেসি-নেইমার হেয়ারকাটে সুপারহিট কলকাতার একমাত্র স্পোর্টস সালো

Last Updated:

এখানে এলে আপনার চুলের ছাঁট হতে পারে অবিকল মেসি-রোনাল্ডো-নেইমারের মতো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আত্মপ্রকাশ হয়েছিল গত পুজোতে। এবার তাদের প্রথম বিশ্বকাপ। তাই কলকাতার একমাত্র স্পোর্টস সালো ব্যস্ত বিশ্বকাপের ফ্যাশানে। এখানে এলে আপনার চুলের ছাঁট হতে পারে অবিকল মেসি-রোনাল্ডো-নেইমারের মতো।
advertisement

ভিতরে ঢুকলে মনে হতে পারে আপনি হাজির হয়েছেন কোনও স্টেডিয়ামে। আদতে এটি স্পোর্টস সালো। কলকাতা এবং পূর্ব ভারতের একমাত্র এই সালোর নাম হেডটার্নার্স। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট অঞ্চলে গত বছর পুজোতে এই সালোর উদ্বোধন হয়েছিল। এবার তাদের প্রথম বিশ্বকাপ। এখন তাই আর নাওয়া-খাওয়ারও সময় নেই কর্মীদের।

আরও পড়ুন-পোগবার গোলে অস্ট্রেলিয়া বধ ফ্রান্সের

advertisement

খালি একবার মুখ ফুটে বলতে হবে কার মতো আপনি সাজতে চান। বাকিটা হেয়ার ডিজাইনার সাহাবুদ্দিনের কাজ। তাই নেইমার-রোনাল্ডো-মেসির মতো এই বিশ্বকাপে স্টাইলে এখন ব্যস্ত বাঙালি।

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রীর আরাধনার মেতে উঠবে কান্দির পাল বাড়ি, চলছে ২০০ বছর ধরে! প্রস্তুতি তুঙ্গে
আরও দেখুন

শুধু চুল কাটা নয়। এই সালোতে এলে আপনি সময় কাটাতে পারেন টেবল গেমসের সঙ্গেও। তাই বিশ্বকাপের বাজারে ব্যস্ততা তুঙ্গে শহরের একমাত্র স্পোর্টস সালো হেড টার্নারে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মেসি-নেইমার হেয়ারকাটে সুপারহিট কলকাতার একমাত্র স্পোর্টস সালো