৬ তারিখ সন্ধ্যার ম্যাচের দুই দলের নামের বানান যদি ইংরাজি ভাষায় দেখেন তাহলে FRANCE শব্দে রয়েছে ৬ টি অক্ষর অন্যদিকে তাদের প্রতিপক্ষ URUGUAY-র নামের বানানে রয়েছে ৭ টি অক্ষর ৷
একইভাবে এদিন রাতে যে ব্রাজিল বনাম বেলজিয়াম ম্যাচ দেখবেন তাতেো দুই দলের নামের বানানে এই ৬ ও ৭ -র খেলা রয়েছে ৷ BRAZIL-র ৬ টি অক্ষর প্রতিপক্ষ BELGIUM -র ৭ টি অক্ষর রয়েছে ৷
advertisement
আরও পড়ুন - কথা দিয়েছিলেন, কথা রাখলেন লিমা, রাশিয়া-র সাফল্যে তুলে ধরলেন নিজের নগ্ন শরীরের ছবি
৭ তারিখের দুটি কোয়ার্টার ফাইনালেও এই একই মজার অঙ্ক রয়েছে ৷ সুইডেন বনাম ইংল্যান্ড খেলায় SWEDEN শব্দটি ৬ টি অক্ষরের সমাহার আর ENGLAND -র রয়েছে ৭ টি অক্ষর ৷
কোয়ার্শেটারের শেষ ম্যাচটিতেও রয়েছে একই মজার অঙ্ক ৷ RUSSIA -ছটি অক্ষর দিয়ে তৈরি একটি দেশের নাম ৷ তাদের বিরুদ্ধে যে CROATIA নামবে তাদের নামেও সেই ৭ টি শব্দ ৷
ফলে জুলাইয়ের ৬-৭ তারিখের জবরদস্ত ৬-৭ -র উপভোগ্য লড়াই যে হবে তা নিশ্চিতভাবে বলা যায় ৷