চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি এই ম্যাচের আগে রবের্তো মানসিনির কোচিংয়ে এক অবিশ্বাস্য পারফরম্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে৷ তারা একটানা ৩২ ম্যাচে অপরাজিত রয়েছে৷ এই রেকর্ড দেখলে বুধবার রাতের মেগা ম্যাচে ইতালি ফেভারিট৷
আজুরিরা যেরকম এইভাবে ফেভারিট ,তেমনিই পিছিয়ে নেই লা রোজাও (La Roja )৷ এই ইউরো তারা রেকর্ড তিনবার জিতেছে৷ তবে এবারের ইউরোতে লুইস এনরিকের ছেলেদের একটু স্লো স্টার্ট হয়েছে৷ তবে ধীরে ধীরে তারা পিক আপ করছে আর সেমিফাইনালে সেই মোমেন্টাম ধরে রাখাই তাঁদের বড় লক্ষ্য৷
advertisement
ইতালি বনাম স্পেন ম্যাচ ভারতীয় সময় অনুযায়ি ৭ জুলাই রাত সাড়ে বারোটায় ওয়েম্বলি স্টেডিয়ামে৷
ভারতে ইউরো সম্প্রচার করছে সনি পিকচার্স স্পোর্টস নেটওয়ার্ক Sony Pictures Sports Network (SPSN) আর এই টুর্নামেন্টের লাইভস্ট্রিম হবে সনি লিভ অ্যাপে (SonyLIV app)৷ হিন্দি ও ইংরাজি ধারাভাষ্যে সম্প্রচার হবে সনি টেন ২ (Sony Ten 2 SD & HD) , সনি টেন ৩ -(Sony Ten 3 SD & HD) হিন্দি তে৷
আর অনলাইন সম্প্রচার দেখা যাবে সনি লিভ অ্যাপ (SonyLIV) ও জিও টিভিতে (Jio TV) ৷ আর আপনার যদি সনি টেন ৪ থাকে তাহলে সেখান বাংলা ধারাভাষ্যে সম্প্রচার দেখতে পাবেন৷
ফলে দুই দলের ফ্যানদের চোখ আজ রাত জাগবে৷ আর যদি ইতালি কিম্বা স্পেন এই দুই দলের মধ্যে কারোর অন্ধ সমর্থক নাও হন তাহলে বিশ্ব ফুটবলের দুই হেভিওয়েটের মাঠের স্কিল ও মাঠের বাইরের ট্যাকটিসের টক্করে নজর থাকবে আপামর ফুটবল ফ্যানদের৷