জুভেন্তাসের সঙ্গে রোনাল্ডোর ১০ কোটি ইউরোর চুক্তি হয়েছে ৷ রোনাল্ডো জানিয়েছেন, এই চুক্তিতে বেশ খুশি তিনি৷ যদিও রোনাল্ডোর সিদ্ধান্তের কথা শুনে হতাশ রিয়াল মাদ্রিদ সমর্থকরা৷ টানা নয় বছর রিয়াল মাদ্রিদে খেলছেন রোনাল্ডো৷ রোনাল্ডোর এজেন্ট জানিয়েছেন, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই ক্লাব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নেন রোনাল্ডো৷
ফুটবল ইতালিয়া-র রিপোর্টি অনুযায়ী, জুভেন্তাস প্রেসিডেন্ট অ্যান্দ্রেয়া অ্যাগনেলি রোনাল্ডোর সঙ্গে আর্থিক চুক্তির যাবতীয় প্রক্রিয়া শেষ করেছেন৷ রিয়াল মাদ্রিদের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, রোনাল্ডোর ট্রান্সফারের আবেদনে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়ে গিয়েছে৷
advertisement
Location :
First Published :
July 14, 2018 5:10 PM IST