TRENDING:

ISL 2020-21 কতটা শক্তিশালী হল এটিকে মোহনবাগান দল? কবে কার বিপক্ষে ম্যাচ, রইল সূচি

Last Updated:

আইএসএল-এর প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্স-এর বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান৷ বাগান ভক্তদের সবথেকে বড় ভরসা আক্রমণভাগে রয় কৃষ্ণা- ডেভিড উইলিয়ামস জুটি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গোয়া:এক দিকে ১৩০ বছরের সুপ্রাচীন ঐতিহ্য, অন্য দিকে তিনবারের ISL চ্যাম্পিয়ন ATK FC৷ এ বার গাঁটছড়া বেঁধে মাঠে নামছে ATK মোহনবাগান FC৷ উল্লেখ্য, এটিই মোহনবাগানের প্রথম ISL সফর। তাই বাগান-ভক্তদের উন্মাদনা তুঙ্গে।
advertisement

আইএসএল-এর প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্স-এর বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান৷ বাগান ভক্তদের সবথেকে বড় ভরসা আক্রমণভাগে রয় কৃষ্ণা- ডেভিড উইলিয়ামস জুটি৷ এ ছাড়াও রয়েছেন তরুণ ভারতীয় স্ট্রাইকার মনবীর সিং৷ শুধু কৃষ্ণা-উইলিয়ামস জুটি নয়, বিপক্ষের ডিফেন্ডারের ঘুম ওড়াতে রয়েছেন আইএসএল-এর অন্যতম সফল বিদেশি এদু গার্সিয়া৷ গোল করানোর পাশাপাশি করতেও পারেন তিনি৷ মাঝমাঠে ভরসা দিতে থাকছেন ব্র্যাড ইনম্যান, কার্ল ম্যাকহিউজরা৷ আবার বাগান ডিফেন্সও টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী৷ এটিকে-তে খেলে যাওয়া তিরিকে এবার এটিকে-মোহনবাগানে ফেরানো হয়েছে৷ তার সঙ্গে থাকছেন দেশের সেরা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান৷ এ ছাড়াও রয়েছেন প্রীতম কোটাল৷ দুই প্রান্তে ঝড় তুলতে থাকছেন অভিজ্ঞ প্রবীর দাস, প্রতিশ্রুতিমান সুমিত রাঠিরা৷ সবথেকে বড় কথা, এটিকে-মোহনবাগানের হেডস্যার দু' বার আইএসএল জয়ী কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস৷ তাঁর মগজাস্ত্রের ধার কতটা, গত বছরও তা ভাল ভাবে টের পেয়েছে বিপক্ষ দলগুলি৷

advertisement

ATK মোহনবাগানের পুরো টিম:

গোলকিপার- অরিন্দম ভট্টাচার্য, আরস শেইখ, আরিয়ান নীরজ লাম্বা, অভিলাষ পাল, ধীরজ সিং।

ডিফেন্ডার- তিরি, প্রবীর দাস, প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বসু, সুমিত রাঠি।

মিডফিল্ডার- বরিস সিং, ব্র্যাডেন ইনমান, কার্ল ম্যাকহিউজ, এডু গার্সিয়া, জাভিয়ার হার্নান্ডেজ, গ্লেন মার্টিনস, জয়েস রানে, মাইকেল সুসাইরাজ, এন ইংসন সিং, প্রণয় হালদার, রেজিন মাইকেল, সাহিল শেখ।

advertisement

ফরওয়ার্ড- ডেভিড উইলিয়ামস, মনবীর সিং, মহম্মদ ফারদিন আলি মোলা, রয় কৃষ্ণা।

এক নজরে দেখে নিন ATK মোহনবাগানের ম্যাচের দিনগুলি:

২০ নভেম্বর, শুক্রবার- ATK মোহনবাগান FC বনাম কেরালা ব্লাস্টার্স । GMC স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।

২৭ নভেম্বর,শুক্রবার- ATK মোহনবাগান FC বনাম SC ইস্টবেঙ্গল। তিলক ময়দান স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।

advertisement

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার- ATK মোহনবাগান FC বনাম ওড়িশা FC। ফাতোরদা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।

৭ ডিসেম্বর, সোমবার- ATK মোহনবাগান FC বনাম জামশেদপুর FC । তিলক ময়দান স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।

১১ ডিসেম্বর, শুক্রবার- ATK মোহনবাগান FC বনাম হায়দরাবাদ FC। ফাতোরদা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।

advertisement

১৬ ডিসেম্বর, বুধবার- ATK মোহনবাগান FC বনাম FC গোয়া। ফাতোরদা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।

২১ ডিসেম্বর, সোমবার- ATK মোহনবাগান FC বনাম বেঙ্গালুরু FC। ফাতোরদা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।

২৯ ডিসেম্বর, মঙ্গলবার- ATK মোহনবাগান FC বনাম চেন্নাইয়ান FC। GMC স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।

৩ জানুয়ারি, রবিবার- ATK মোহনবাগান FC বনাম নর্থ ইস্ট ইউনাইটেঢ FC। ফাতোরদা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।

১১ জানুয়ারি, সোমবার- ATK মোহনবাগান FC বনাম মুম্বই সিটি FC। ফাতোরদা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ISL-এর ATK মোহনবাগানের সমস্ত ম্যাচগুলি স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ হিন্দি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। পাশাপাশি Disney+Hotstar VIP-তেও দেখা যাবে।

বাংলা খবর/ খবর/খেলা/
ISL 2020-21 কতটা শক্তিশালী হল এটিকে মোহনবাগান দল? কবে কার বিপক্ষে ম্যাচ, রইল সূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল