পাশাপাশি জর্জ কোস্তার দল শেষ তিন ম্যাচে একটিও গোল হজম করেনি। অবশ্যই প্রতিপক্ষ মুম্বইয়ের জালে আপাতত আটবার বল জড়াতে সক্ষম হয়েছে। তবে মনে রাখতে হবে যার মধ্যে পাঁচ গোল এসেছিল একটি ম্যাচেই। সেটা ছিল গোয়ার বিরুদ্ধে ৷ এই ম্যাচ বাদ দিলে অবশ্য কোস্তার দল কম গোল খাওয়ার দিকেই এগিয়ে থাকছে। অবশ্যই গোয়া ম্যাচে বিপর্যয়ের পর তারা ঘুরে দাঁড়িয়েছে। কোস্তার কথায় '‘ এমন ম্যাচ বারবার হয় না। একবারই হয়।’’
advertisement
এতো গেল অতীতের কথা। তবে এটিকের বিরুদ্ধে নামার আগে পরিসংখ্যান বলছে গোল করা এবং খাওয়ার ক্ষেত্রে মুম্বই ও এটিকে কিন্তু একবিন্দুতে দাঁড়িয়ে। ঘরের মাঠে নামার আগে কি ভাবছেন কোস্তা ? তিনি বলেন, ‘‘এটিকে খুব ভাল দল। অনেক ভাল ফুটবলার রয়েছে। ভাল কোচ রয়েছেন। যার রয়েছে অনেক অভিজ্ঞতা। ওরা আশানুরুপ জায়গায় নেই, তার জন্য ওদের ছোট করে দেখার প্রশ্নই নেই। আমরা ম্যাচ জিততে সেরাটা দিতেই চেষ্টা করব।'’
উল্টোদিকে শেষ ম্যাচে পুণের বিরুদ্ধে অনেক কষ্টে জয় পায় কলকাতার দল। তবে কালু উচের জায়গায় এটিকে এবার দলে নিয়েছে আলফ্যারোকে। কপেলের চিন্তা বাড়িয়েছে উরুগুয়ান স্ট্রাইকারের চোট। তবে বাকি দলেই ভরসা রাখতে হচ্ছে তাঁকে। রক্ষণে জন জনসন, ভিয়েরা, কমল, সন্তোষদের দিয়ে মুম্বই রক্ষণে হানা দিতে চান কপেল। ম্যাচের আগে কোচ বলেছেন, ‘' আমরা সকলেই জানি মুম্বই ভাল দল। আর ওদের মাঠে এসে ওদের বিরুদ্ধে খেলাটা বড় চ্যালেঞ্জ। চেষ্টা করব ওদের রক্ষণ ভেঙে সেই চ্যালেঞ্জটা নিতে।'’
মুম্বই এরিনা নাকি ঘরোয়া দলের ক্ষেত্রে মুখ ফেরায় না। এটিকে কি পারবে মুম্বইয়ের ঘরের মাঠে তাদের বধ করতে ? উত্তর জানতে অপেক্ষা আর কিছু সময়ের ৷