TRENDING:

তিন লাতিন শক্তির ছুটি করালেন গ্রিজম্যানরা, রুশ মাটিতে ফরাসি বিপ্লব চলছে

Last Updated:

এক বিশ্বকাপে তিন লাতিন শক্তির ছুটির ঘণ্টা বাজিয়ে মস্কোতে শেষ চারে পৌঁছে গেল দিদিয়ের দেশঁর দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিজনি নভগরোদ: রুশ মাটিতে ফরাসি বিপ্লব চলছে। এক বিশ্বকাপে তিন লাতিন শক্তির ছুটির ঘণ্টা বাজিয়ে মস্কোতে শেষ চারে পৌঁছে গেল দিদিয়ের দেশঁর দল। জিরুর অফ ফর্ম নিয়ে তাই চিন্তা নেই লে ব্লুসের।
advertisement

জয় বাবা গ্রিজম্যান। নিজনির মাঠে ঠিক সময়ে ফিরলেন নায়ক। গত কয়েক ম্যাচে এমবাপের ঝলকে খানিকটা পিছিয়ে ছিলেন জিদান উত্তর নতুন জিদান। কিন্তু কোয়ার্টার ফাইনালে সামনে উরুগুয়েকে পেয়ে তিনি যেন প্রতিপক্ষকে গিলে নিলেন। কাভানি না থাকায় শুরুতেই এগিয়ে যায় ফ্রান্স। চাপ কমে উমতেতি- ভারানের উপর। নতুন জায়গায় এই বিশ্বকাপে এখনও পর্যন্ত দুর্দান্ত পোগবা। আর জিরুর অভাব এই ম্যাচেও পুষিয়ে দিলেন সেই এমব্যাপে। ৪০ ও ৬১ মিনিটে আঁতোয়ার ছোঁয়া, তাতেই নানা নজির ফ্রান্সের।

advertisement

এই নিয়ে ৬ বার বিশ্বকাপের সেমি ফাইনালে উঠলেন ফরাসিরা। এরমধ্যে ১৯৯৮ ও ২০০৬ সালে ফাইনাল খেলেছেন তাঁরা। দ্বিতীয় দল হিসেবে এক বিশ্বকাপে তিন লাতিন দেশ পেরু, আর্জেন্টিনা এবং উরুগুয়ের বিরুদ্ধে জিতে তাদের ছুটি করে দিলেন ফরাসিরা। ১৯৭৪ সালে এই নজির ছিল নেদারল্যান্ডসের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

হ্যারি কেন ৬ ৷ তিন গোল হয়ে গেল গ্রিজম্যানেরও। নিজনির ঝলক অব্যাহত থাকলে আঁতোয়ায় আঁতকে উঠতে পারেন স্বয়ং হ্যারি কেনও।

বাংলা খবর/ খবর/খেলা/
তিন লাতিন শক্তির ছুটি করালেন গ্রিজম্যানরা, রুশ মাটিতে ফরাসি বিপ্লব চলছে