TRENDING:

বোরিং ফুটবল উপহার ফ্রান্স-ডেনমার্কের, বিশ্বকাপের প্রথম গোলশূন্য ড্র

Last Updated:

বিশ্বকাপে অন্যতম বোরিং ম্যাচ হল মঙ্গলবার সন্ধ্যায় ৷ গ্রুপ এ -তে উরুগুয়ে ও রাশিয়া-র শেষ ষোল নিশ্চিত হয়ে গেলেও খেলায় দারুণ উত্তেজনা ছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মস্কো : বিশ্বকাপে অন্যতম বোরিং ম্যাচ হল মঙ্গলবার সন্ধ্যায় ৷ গ্রুপ এ -তে উরুগুয়ে ও রাশিয়া-র শেষ ষোল নিশ্চিত হয়ে গেলেও খেলায় দারুণ উত্তেজনা ছিল ৷ কিন্তু গ্রুপ সি-তে নিষ্প্রাণ ম্যাচ খেলল ফ্রান্স ও ডেনমার্ক ৷
advertisement

৯০মিনিটের ম্যাচের শেষে গোল মুখ খুলতে পারল না ফ্রান্স, ডেনমার্ক কোনওপক্ষই ৷

বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করে যাওয়া ফ্রান্স পেরুর বিরুদ্ধে দলে ৬ টি পরিবর্তন করেছিল নিজেদের শেষ ম্যাচের থেকে ৷ পেরুর বিরুদ্ধে যে দল ১-০ গোলে জিতেছিল সেই প্রথম একাদশের প্লেয়ারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দিদিয়ের দ্যেঁশ ৷ গোলরক্ষক লরিস থেকে মিডফিল্ডে পোগবা, মাতুদি, মবাঁপে সকলকেই বিশ্রাম দেওয়া হয় ৷ তবে গ্রেইজম্যানকে দলে রেখেছিলেন তিনি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

অন্যদিকে ড্র হলেই শেষ ১৬ নিশ্চিত হয়ে যায় এই অবস্থায় থাকা ডেনমার্কও এদিন দলে ৩ টি বদল এনেছিল ৷ এদিন ফরাসি আক্রমণ জোরালো থাকলেও গোলমুখী আক্রমণে সেরকম ফিনিশ করার দেখাতে পারল না তারা ৷ অন্যদিকে যেখানে ড্র মোটিভেশন সেখানে ডেনমার্কও ঝলসে উঠতে পারল না ৷

বাংলা খবর/ খবর/খেলা/
বোরিং ফুটবল উপহার ফ্রান্স-ডেনমার্কের, বিশ্বকাপের প্রথম গোলশূন্য ড্র