পেপের মায়ের বয়স হয়েছিল ৮২ বছর৷ বার্সেলোনার মানরেসায় থাকতেন তিনি৷ দোলোর্স সালা কারি-র মৃ্ত্যুতে শোকের ছায়া ম্যাঞ্চেস্টার সিটি ক্লাবে৷ ক্লাবের পক্ষ থেকেই এই খবর জানানো হয়েছে৷ মাকে হারানোর শোকে মুহ্যমান পেপ৷ যিনি নিজেই ক্লাব সমর্থকদের কিছুদিন আগে বলেছিলেন যে এই কঠিন সময় কাটিয়ে উঠতে সকলে মিলে একযোগ কাজ করতে হবে, তিনিই হারালেন তার কাছের মানুষকে৷ দোলোর্স সালার বয়স বেশি হওয়ায় তাঁর জীবনের ঝুঁকি ছিল অনেকটাই বেশি৷ শেষরক্ষা আর হল না৷ করোনার কাছে জীবনযুদ্ধে হেরেই গেলেন তিনি৷
advertisement
পেপের মায়ের মৃত্যুতে ম্যাঞ্চেস্টার ক্লাবের সকলে দুঃখপ্রকাশ করেছেন৷ সকলেই জানিয়েছেন যে এই শোকের সময় তারা সবাই পেপের পাশে৷ পেপ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা৷ প্রিমিয়ার লিগের সব ক্লাবই পেপের পাশে দাঁড়িয়েছে৷ মায়ের মৃত্যুতে সকলেই সমব্যাথী৷
করোনায় এমনিতেই মৃত্যু মিছিল চলছে স্পেনে৷ প্রতিদিনই মৃত ও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই দেশে৷
