আই লিগের মোড় ঘোরানো ম্যাচ হতে চলেছে রবিবাসরীয় কল্যাণীতে।বাগানের পক্ষে ভালো খবর, চোট কাটিয়ে ম্যাচ ফিট হয়ে উঠেছেন দলের নিউক্লিয়াস জোসেবা বেইতিয়া। গোলের মধ্যে রয়েছেন সেনেগালের স্ট্রাইকার পাপা বাবাকর দিওয়ারা। ডিফেন্সে সাইরাসের না থাকাতেও তাই মুখে হাসিটা লেগেই রয়েছে কোচ কিবু ভিকুনার। মাঝমাঠে ফুল ফোটাচ্ছেন এই মুহূর্তে সেরা ভারতীয় ফুটবলার নাওরেম। কার্যকরী দেখাচ্ছে শেখ সাহিল এর সাপোর্টিং গেম। গনজালেজ বরাবরই তো মিস্টার ডিপেন্ডেবল। গোলের নিচে পুরনো ছন্দে ফেরার চেষ্টায় শঙ্কর রায়। সব মিলিয়ে প্রতিপক্ষে ডিপান্ডা ডিকা, কেভিন লোবো, সঞ্জু প্রধানদের মত চেনা ফুটবলার থাকলেও কল্যাণী থেকে তিন পয়েন্ট কুড়িয়ে নিতে অসুবিধা হওয়ার কথা নয় বাগানের। পঞ্জাব কোচ ইয়ান ল যেমন বলে দিলেন, "রবিবার মোহনবাগানকে আটকাতে না পারলে আই লিগ কার্যত শেষ।" বয়সে কনিষ্ঠতম হলে কি হবে! কলকাতার ছেলে, পাঞ্জাবের কোচ ইয়ানের পরিণত ফুটবল বুদ্ধির তারিফ করছে ময়দান। বাগান কোচ কিবু আবার বরাবরের মতই সোজাসাপ্টা। বলছেন," ডিকার নামের পাশে আট গোল থাকতে পারে, কিন্তু ও কে নিয়ে আমাদের পরিকল্পনা সারা।" পাঞ্জাব বনাম বাগান মানেই যেন ওল বনাম তেতুলের টক্কর। এবার কে বেশি বাঘা আর কে কম বুনো তার উত্তর মিলতে তো রবিবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেই হবে!
advertisement
PARADIP GHOSH