TRENDING:

ইতালির ডিফেন্ডারের আকস্মিক মৃত্যু ! হোটেলের ঘরে মিলল দেহ

Last Updated:

মাত্র ৩১ বছর বয়সেই মারা গেলেন ইতালির ফিওরেন্তিনা ক্লাবের ডিফেন্ডার দাভিদ আস্তোরি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ফিওরেন্তিনা:  মাত্র ৩১ বছর বয়সেই মারা গেলেন ইতালির ফিওরেন্তিনা ক্লাবের ডিফেন্ডার দাভিদ আস্তোরি  ৷ ফিওরেন্তিনার অধিনায়ক ছাড়াও ইতালির জাতীয় দলেও খেলেছেন ৷ হঠাৎ অসুস্থতার কারণেই ফুটবলারের মৃত্যু হয়েছে বলে ক্লাবের তরফে জানানো হয়েছে ৷ হোটেলের বন্ধ ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷
advertisement

হৃদরোগে আক্রান্ত হয়েই ফুটবলারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হলেও  ময়নাতদন্তের রিপোর্টের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ ৷ অধিনায়কের অকাল মৃত্যুতে স্বভাবতই এখন শোকের ছায়া নেমে এসেছে ফিওরেন্তিনা ক্লাবে ৷ 

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০০৬ সাল থেকে এসি মিলানের সিনিয়র দলে খেলা ৩১ বছরের আস্তোরি ২০১৫ সালে ফিওরেন্তিনায় যোগ দেন। ২০০৮ সালে ক্যাগিলিয়ারিতে যোগ দেন তিনি। ওই ক্লাবের হয়ে কেরিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন আস্তোরি। এরপর ২০১৫তে এএস রোমায় খেলে ফিওরেন্তিনা ক্লাবে যোগ দেন তিনি। জাতীয় দলের হয়েও তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভাল ছিল ৷ 

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ইতালির ডিফেন্ডারের আকস্মিক মৃত্যু ! হোটেলের ঘরে মিলল দেহ