একজনের দাম আট মিলিয়ন। অন্য জনের দর ১৮ মিলিয়ন। যুব বিশ্বকাপে ইংল্যান্ড দলের দুই তারকা অ্যাঞ্জেল গোমস ও জ্যাডন স্যাঞ্চো। ইতিমধ্যেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের গোমসের প্রশংসা করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর সেভেনের মতে, আগামীর তারকা হওয়ার সব রসদ হয়েছে হোসে মরিনহোর এই ছাত্রের মধ্যে। আর বরুসিয়া ডর্টমুন্ডের তারকা জ্যাডন স্যাঞ্চোকে গ্রুপ লিগের পরেই ছেড়ে দিতে হবে ইংল্যান্ডকে।
advertisement
চিলির বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে ব্রিটিশ কোচের দাবি, যুবভারতীতে চেনা ছকের বাইরে ফুটবল খেলবে তাঁর দল। উল্টো দিকে লাতিন শক্তি চিলিও তৈরি প্রথম ম্যাচেই ইংল্যান্ডকে বেগ দেওয়ার জন্য। তেমন কোনও তারকা নেই। তবে বিশেষজ্ঞদের মতে, স্যাঞ্চেজ, ভিদালদের রাশিয়া যাওয়ার আশা কলকাতায় তাতাচ্ছে ভাইদের। ফেভারিট ইংল্যান্ড। তবে অঘটন ঘটাতে পারে চিলি। এই সমীকরণ মাথায় নিয়েই রবিবার গর্জে উঠতে চলেছে যুবভারতী। ঠিক বিকেল পাঁচটায়।