TRENDING:

যুবভারতীতে আজ টিকিটের জন্য হাহাকার ! কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা স্টেডিয়ামকে

Last Updated:

আজ যুবভারতীতে যুব বিশ্বকাপের ম্যাচ ৷ মুখোমুখি ইংল্যান্ড-চিলি, ইরাক-মেক্সিকো ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  আজ যুবভারতীতে যুব বিশ্বকাপের ম্যাচ ৷  মুখোমুখি ইংল্যান্ড-চিলি, ইরাক-মেক্সিকো ৷ ম্যাচ দেখতে টিকিটের চাহিদা তুঙ্গে ৷ তবে টুর্নামেন্ট সংগঠকদের তরফে খবর, রবিবার দুটি ম্যাচেরই আর একটি টিকিটও পড়ে নেই ৷ তা সত্ত্বেও টিকিট পাওয়ার জন্য শেষমুহূর্তের চেষ্টা চালাচ্ছেন কলকাতার উৎসাহী ফুটবল প্রেমীরা ৷ মাঠের ধারে বক্স অফিসগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়েও জুটছে না টিকিট ৷ কারণ অনলাইনে যে আগেই সব  ‘সোল্ড আউট’ ৷
advertisement

প্রথমবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মত ফিফা টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে যুবভারতীতে ৷ কড়া নিরাপত্তার বলয়ে গোটা স্টেডিয়ামকেই বেশ কয়েকদিন ধরে মুড়ে ফেলা হয়েছে ৷  স্টেডিয়ামজুড়ে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে ৷ স্টেডিয়ামের ভিতরে ১১০টি চেকিং পয়েন্ট রয়েছে ৷ থাকছে  তিনশোরও বেশি সিসিটিভি ক্যামেরা ৷  স্টেডিয়ামের ভিতরে-বাইরে মিলিয়ে আজ ৩ হাজার পুলিশ থাকবে ৷ দর্শকদের জন্যও থাকছে নানা সুবিধা ৷ জলের বোতল , ছাতা থেকে শুরু করে কোনও কিছুই যেমন মাঠের ভিতরে নিয়ে প্রবেশ নিষেধ ৷ কিন্তু মাঠের ভিতরে দর্শকদের জন্য সমস্ত ব্যবস্থাই থাকবে ৷ মাঠের প্রত্যেক গেটেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে ৷  স্টেডিয়ামে পৌঁছনোর জন্য শহরের বিভিন্ন রুট থেকে পর্যাপ্ত শাটল বাসের ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কলকাতা এবং পশ্চিমবঙ্গ পুলিশের তরফে আশ্বস্ত করা হয়েছে মাঠে যে কোনও ধরণের আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা করার মত সুব্যবস্থা রয়েছে ৷ তাই দর্শকরা খেলা দেখতে আসুন নিশ্চিন্তে ৷ আবহাওয়ার রিপোর্টও খুব একটা চিন্তার মত কিছু বলছে না ৷ সকাল থেকেই আজ কলকাতার আকাশ মেঘলা ৷ কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির আশপাশে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
যুবভারতীতে আজ টিকিটের জন্য হাহাকার ! কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা স্টেডিয়ামকে