গোয়ার মাঠে সাতের আইএসএলে প্রিয় দলের করুণ দশা দেখে স্তব্ধ ডগলাস। আর কোস্টারিকা থেকে বিশ্বকাপার জনি অ্যাকোস্টা বলছেন,"আমি তৈরি আবারও লাল-হলুদ জার্সি পড়ে মাঠে নেমে পড়তে। ক্লাব শুধু একবার ডাকুক। এর আগেও তো ডেকেছে। ক্লাবের স্বার্থে কলকাতা উড়ে গিয়ে দলের জন্য উজাড় করে দিয়েছি। আবারও ডাকলে আবারও ছুটে যাব।"
ব্রাজিলের ডগলাস আবার বলছেন,"এই বয়সেও মাঠে নেমে পড়লে এদের থেকে খারাপ খেলব না। লাল-হলুদ জার্সির রং আমাকে এখনও আবেগ তাড়িত করে।"
advertisement
রবি ফাওলারের ইস্টবেঙ্গলকে দেখে চমকে উঠছেন লাল-হলুদের প্রাক্তনরা। একটা সময়ে লাল-হলুদ জার্সি পড়ে খেলেছেন, তাই ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য ও লাল-হলুদ জার্সির মাহাত্ম্য সম্পর্কে অবহিত।
কোস্টারিকা কিংবা ব্রাজিল থেকে হোয়াটসঅ্যাপ কলে উড়ে আসে প্রশ্ন। "দল টা আরও গুছিয়ে নেওয়া গেল না? একজনও ম্যাচ ফিট নয়।" লাল-হলুদ জার্সি পড়ে যে ফুটবলাররা এবার আইএসএলে খেলছেন, তাদের মান নিয়ে প্রশ্ন তোলেন আশিয়ান কাপ জয়ী দলের সদস্য ডগলাস।
ঠোঁট-কাটা ব্রাজিলীয় বলেই ফেললেন," ক্লাবকে ৩ জন ফুটবলারের বায়োডাটা পাঠিয়েছিলাম। ক্লাব নিল না। নিলে আজকের এই দিনটা দেখতে হতো না।"
শুধুমাত্র ডগলাস কিংবা কোস্টারিকান জনি নন। সাতের আইএসএলে ইস্টবেঙ্গলের সাফল্য দেখতে বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে রয়েছেন লাল-হলুদ সমর্থকরা। ইস্টবেঙ্গল মাঠে নামলে তাই ম্যাচের স্কোরলাইনে চোখ থাকে তাদের। এবার আইএসএলে প্রিয় ক্লাবের কাছে প্রত্যাশা ছিল একটু বেশি। টানা পাঁচ ম্যাচে জয় নেই। চার ম্যাচে হার। এটা কোন ইস্টবেঙ্গল?
সাতের আইএসএলে ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ রবিবার। প্রতিপক্ষ কিবু ভিকানার কেরালাা ব্লাস্টার্স। ইস্টবেঙ্গলের মতই কেরালাও পাঁচ ম্যাচে জয়ের মুখ দেখেনি। রবিবার কী জয়ের খোঁজ পাবে লাল হলুদ ?নজর এখন সেদিকেই।
PARADIP GHOSH