এর আগে ২০১৭ সালে দুই ফেডারেশনের দুই চ্যাম্পিয়ন এইধরণের টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হয়েছিল৷ কনফেডারেশন কাপের ফাইনালে চিলিকে ১-০ গোলে হারিয়েছিল জার্মানি৷ তবে এবারের কথাবার্তা একেবারে প্রাথমিক স্তরেই রয়েছে এখনও অবধি যদি এই প্রস্তাব গৃহীত হয় তাহলে কাতারে ২০২২-র ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022 in Qatar) আগে আর্জেন্টিনা (Argentina) ইতালির ( Italy ) মুখোমুখি হতে পারে৷
advertisement
এর আগে ১৯৮৫, ১৯৯৩ সালে এরকম দুই মহাদেশ সেরার মধ্যে আলাদা একটি ফুটবল যুদ্ধ হয়েছে৷ প্রথমবার ফ্রান্স বনাম উরুগুয়ে ম্যাচ খেলেছে, অন্যদিকে দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ডেনমার্কের৷ প্রথমবার ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল আর দ্বিতীয়বার আর্জেন্টিনা সেরা হয়েছিল৷
এদিকে আবার কিছু বিদেশি সংবাদ সংস্থা এই রিপোর্ট দিয়েছে যে এই বিশেষ ম্যাচটিকে আরও স্মরণীয় করতে তা প্রয়াত ফুটবল তারকা মারাদোনার (Diego Maradona ) স্মৃতির উদ্দেশ্যে আয়োজন করা হবে৷ এক ক্রীড়া সাংবাদিকের ট্যুইটের ভিত্তিতে এই খবর ইন্ধন পেয়েছে৷
আসলে মারাদোনা নিজে আর্জেন্তাইন ছিলেন আর ক্লাব ফুটবলের জার্সিতে ইতালির নাপোলিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছিলেন নিজের প্রতিভা দিয়ে৷ তাই এবারের দুই চ্যাম্পিয়নের সঙ্গে মারাদোনা কানেকশন খুবই জোরালো৷ এমনকি এইক্ষেত্রে বিশেষ ম্যাচের ভ্যেনু ইতালির নাপোলিই হতে পারে৷