ড্যানিশ স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, ‘‘এই তিনজন দর্শক ম্যাচ চলাকালীন যাঁরা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে, তাঁদের কাছাকাছি যাঁরা, আর কাছাকাছিদের কাছাকাছি যাঁরা তাঁদের সকলকে জানানো হয়েছে৷ ’’ ড্যানিশ এজেন্সি ফর পেশেন্ট সেফটি -র ডিরেক্টর আন্তে লিক্কে পেট্রি এই কথা জানিয়েছেন৷ তিনি আরও জানিয়েছেন কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামের সমর্থকদের মধ্যে তিন জন আলাদা আলাদা জায়গায় থাকা ব্যক্তিরা ডেল্টা স্ট্রেন দ্বারা আক্রান্ত হয়েছেন৷ এই ম্যাচ হয়েছিল ১৭ জুন৷
advertisement
পেট্রি ড্যানিশ টিভি স্টেশন TV2 তে জানিয়েছেন, ‘‘তিনজন একেবারে আলাদা আলাদা মানুষ করোনা আক্রান্ত হয়েছেন যার মানে সংক্রমণ ছড়িয়েছে ম্যাচ থেকেই৷
তিনি আরও জানিয়েছেন, ‘‘আমরা সকলকেই পরীক্ষা করে দেখতে চাই৷’’ স্টেডিয়ামের একটি নির্দিষ্ট জায়গার ৪০০০ দর্শককে চিহ্নিত হয়েছে৷ ডেনমার্কে খেলার European Championship-র ম্যাচ থেকে ২৯ জন আক্রান্ত হয়েছেন৷
৫৮ লক্ষের বসতির দেশ রোজ ২০০ জন করোনা আক্রান্ত হচ্ছে৷ ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য ড্যানিশ আধিকারিকরা বিশেষ নির্দেশ দিয়েছেন৷ তাঁরা জানিয়েছেন ডেল্টা ভ্যারিয়েন্ট আক্রান্তদের কন্ট্যাক্টের কন্ট্যাক্টদের আইসোলেশনে যাওয়ার নির্দেশ দিয়েছেন৷
শনিবারই নিজের শেষ ষোলর ম্যাচ ডেনমার্কের৷ প্রতিপক্ষ ওয়েলস৷ ড্যানিশ ফ্যানদের জন্য ৪,৪০০ টিকিট রিজার্ভ ছিল৷ ডেনমার্কের ফ্যানদের জন্য বিশে৷ নির্দেশ জারি হয়েছে নেদারল্যান্ডসে তারা যাতায়াত ১২ ঘণ্টার মধ্যে করতে হবে৷ তারচেয়ে বেশি নেদারল্যান্ডসে তাদের থাকতে দেওয়া হবে না৷
কারণ করোনা ভাইরাসের চেয়েও ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা বহুগুণ বেশি৷ এদিকে শনিবার ডেনমার্ক বনাম ওয়েলস (Denmark vs Wales) শেষ ১৬ (Round of 16)-র ম্যাচে ৪-০ গোলে জেতে ডেনমার্ক৷ তারা পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে৷