পর্তুগাল- ০
সেভিয়া: রবিবার রাতে স্পেনের সেভিয়ার এস্তাদিও দে লা কার্তুজার মাঠে মুখোমুখি হয়েছিল এবারের ইউরো কাপ চ্যাম্পিয়নের দুই বড় দাবিদার পর্তুগাল এবং বেলজিয়াম ৷ রোনাল্ডোর পর্তুগাল ফেভারিট হলেও ইউরো হোক কিংবা বিশ্বকাপ, লুকাকু-হ্যাজার্ডদের বেলজিয়ামকে এখন সর্বত্রই ফেভারিটদের তালিকাতেই ধরতে হয় ৷ ইউরো ২০২০-র প্রথম সবচেয়ে বড় অঘটনটা রবিবার রাতে দেখে ফেললেন বিশ্বের ফুটবলপ্রেমীরা ৷ বেলজিয়ামের বিরুদ্ধে ১-০ গোলে হেরে বিদায় নিল পর্তুগাল ৷ ম্যাচের একমাত্র গোলটি করলেন থরগান হ্যাজার্ড ৷
advertisement
ম্যাচ চলাকালীন এদিন মাঠের পরিবেশ বেশ কয়েকবার উত্তপ্ত হয়ে ওঠে। হলুদ কার্ডও দেখেন পেপে। ম্যাচে একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি পর্তুগাল ৷ শেষপর্যন্ত হেরেই মাঠ ছাড়লেন রোনাল্ডোরা ৷ প্রি কোয়ার্টার ফাইনালেই বিদায় হল গতবারের ইউরো চ্যাম্পিয়নদের ৷
ম্যাচের একমাত্র গোলটি হয় প্রথমার্ধেই ৷ ৪২ মিনিটে বেলজিয়ামকে গোল করে এগিয়ে দেন ইডেন হ্যাজার্ডের ভাই থরগান ৷ লুকাকু বল বাড়ান ডায়াসকে। সেখান থেকে পা ঘুরে ডি ব্রুইন। তাঁর ডান পায়ের ফ্লিক প্রতিহত হয় পর্তুগালের রক্ষণে। কিন্তু, বল সেই বেলজিয়ামের দখলেই থাকে। বাঁ দিকে মুনিয়ারের পায়ে বল এলে তিনি বাড়ান হ্যাজার্ডের দিকে। অবশেষে হ্যাজার্ডের ডান পায়ের লম্বা শট বিপক্ষের জালে জড়িয়ে যায়।
সেই গোল আর দ্বিতীয়ার্ধে শোধ করতে পারেননি রোনাল্ডোরা ৷ ম্যাচে এদিন মাত্র ১টি গোল করতে পারলেই ইরানের আলি দাইকে টপকে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল করার রেকর্ড চলে আসত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দখলে। যদিও তিনি গোল করতে না পারায় আপাতত যুগ্মভাবে শীর্ষে থেকে গেলেন সিআরসেভেন।