TRENDING:

New castle United - Bin Salman : নিউক্যাসেলের সৌদি মালিকানা নিয়ে প্রতিবাদ ইংল্যান্ডে

Last Updated:

Newcastle United taken over by Saudi Arabia sovereign fund for three hundred million pound. এবার ইংল্যান্ডের নিউক্যাসল ইউনাইটেড কিনে নিল সৌদি আরবের সৌদি আরবিয়া পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। এই কম্পানির মালিকানা সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের। তবে নিউক্যাসলে প্রকাশ্যে আসবেন না তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সৌদি রাজপুত্রর অধীনে নিউক্যাসেল ইউনাইটেডের মালিকানা
সৌদি রাজপুত্রর অধীনে নিউক্যাসেল ইউনাইটেডের মালিকানা
advertisement

পিএসজি একটা সময় ধুঁকত ফরাসি লিগে। কাতার ইনভেস্টমেন্ট অথরিটি ক্লাব কেনার পর সেই পিএসজিতে এখন চাঁদের হাট। লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে, সের্হিয়ো রামোসদের নিয়ে বিশ্বের অন্যতম সেরা ক্লাব তারাই। একই স্বপ্নে এবার ইংল্যান্ডের নিউক্যাসল কিনে নিল সৌদি আরবের সৌদি আরবিয়া পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। এই কম্পানির মালিকানা সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের। তবে নিউক্যাসলে প্রকাশ্যে আসবেন না তিনি।

advertisement

আরও পড়ুন - IPL 2021, RCB vs KKR : বিরাটদের বিরুদ্ধে রাসেল না সাকিব ? চলছে অঙ্ক

গত ১৪ বছর নিউক্যাসলের মালিক ছিলেন মাইক অ্যাশলি। ৩০০ মিলিয়ন পাউন্ডে অ্যাশলির কাছ থেকে কিনে নেওয়া হয়েছে প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাবটি। সৌদি আরবিয়া পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড কিনেছে ৮০ শতাংশ শেয়ার। বাকি ২০ শতাংশ আমান্ডা স্টেভিলি ও রুবেন ভাইদের। মালিকানা পেয়েই আমান্ডার হুংকার, ‘পিএসজি, ম্যানসিটির মতো দাপুটে ক্লাব হতে চলেছে নিউক্যাসল।’

advertisement

নিউক্যাসল কতটা সফল হবে, বলা কঠিন। তবে অর্থবিত্তে এখনই ছাড়িয়ে গেছে সবাইকে। সৌদি আরবিয়া পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সম্পত্তির মূল্য ৩২০ বিলিয়ন পাউন্ড। ক্লাব ফুটবলে এত দিন ২২০ বিলিয়ন পাউন্ড মূল্য নিয়ে শীর্ষে ছিল পিএসজির মালিকানা প্রতিষ্ঠান কাতার ইনভেস্টমেন্ট অথরিটি। ২০১১ সালে তারা কিনে নেয় ফ্রান্সের ঐতিহ্যবাহী ক্লাবটি।

আবুধাবি রাজপরিবারের সদস্য শেখ মনসুর ২০০৮ সালে কিনেছিলেন ম্যানচেস্টার সিটি। আরব আমিরাতের ডেপুটি প্রাইম মিনিস্টার শেখ মনসুরের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ২১ বিলিয়ন ডলার। পিএসজি, ম্যানসিটি দুই দলই দাপট দেখাচ্ছে নিজেদের লিগে। এমনকি দুই দল পৌঁছেছিল চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। নিউক্যাসল কি পারবে তাদের পথে হাঁটতে?প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের তরফে এই মালিকানা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এই মুহূর্তে আইনি ভাবে আশ্বাস পেয়েছে সৌদি আরবের তরফে যে, তাদের তরফে ক্লাবের বিষয়ে কোন হস্তক্ষেপ করা হবে না।

advertisement

তবে ইংল্যান্ডে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই চুক্তি নিয়ে প্রশ্ন তোলা শুরু করে দিয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং এলজিবিটি সংগঠন এই মালিকানা হস্তান্তর নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে নেমেছে ইংল্যান্ডের বিভিন্ন শহরে। তাতে অবশ্য বিশেষ কিছু পার্থক্য হবে না। চুক্তি নিয়ম মেনে সম্পন্ন হয়ে গিয়েছে।

বাংলা খবর/ খবর/খেলা/
New castle United - Bin Salman : নিউক্যাসেলের সৌদি মালিকানা নিয়ে প্রতিবাদ ইংল্যান্ডে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল