মাঝে একটা দিন সময়। তারপরই সামনে সম্মানের লড়াই। ইংলিশদের পুরনো শত্রু জার্মানি। অতীতে জার্মানদের বিরুদ্ধে গোল করার নজির আছে কেনের। মেগা ম্যাচে নামার আগে মুখ খুলেছেন ইংলিশ অধিনায়ক। পরিষ্কার জানিয়েছেন এই ম্যাচের জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত। শারীরিক দিক থেকে আগের থেকে বেশি ভাল জায়গায় আছেন। মানসিক দিকটা নিয়ে কখনই চিন্তিত থাকেন না। তিনি জানেন গোল করতে না পারলে প্রশ্ন উঠবেই। কিন্তু নিজের যোগ্যতা এবং ক্ষমতার ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে ইংলিশ তারকার।
advertisement
নিন্দুকদের যোগ্য জবাব দিতে জার্মানির জালে বল জড়ানোই হবে তাঁর একমাত্র লক্ষ্য। ম্যানেজার সাউথগেট সবসময় ভরসা দিচ্ছেন। কেন বলছেন সমালোচনা নিয়ে চিন্তিত নন। মানুষের স্মৃতিশক্তি দুর্বল। বিশ্বকাপে এবং প্রিমিয়ার লিগে যখন তিনি সোনার বুট পেয়েছিলেন, তখন তাঁকে নিয়ে আনন্দে ভেসে যাচ্ছিল মিডিয়া। এখন গোল পাচ্ছেন না। তাই প্রশ্ন উঠছে। কিন্তু বরফ-শীতল মানসিকতার স্ট্রাইকার চোয়াল শক্ত করেছেন জার্মান জায়ান্টদের বিরুদ্ধে নামার আগে।
বড় মঞ্চেই নিজেদের প্রমাণ করতে ভালোবাসেন বড় ফুটবলাররা। হ্যারি জানেন জার্মানি ম্যাচটা গোটা দেশের কাছে সম্মান এবং ইতিহাস জড়িয়ে থাকার ম্যাচ। এই ম্যাচে নায়ক হতে পারলে অতীতে তাঁর ব্যর্থতা মূল্যহীন হয়ে যাবে। নিবিড় অনুশীলনে নিজেকে ডুবিয়ে দিয়েছেন। কথা কম বলছেন। ঝড় ওঠার আগে যেমন চারিদিক শান্ত হয়ে যায়, ঠিক তেমনই মনে হচ্ছে ইংলিশ স্ট্রাইকারকে দেখলে। হামেলস, রুডিগারদের ডিফেন্স ভেদ করে বল জালে পাঠাতে পারবেন কিনা উত্তর দেবে সময়।