TRENDING:

"বিদেশি রিক্রুটে 'ধীরে চলো,' ISL-ই খেলব...." দাবি ইস্টবেঙ্গল সুপ্রিমোর

Last Updated:

লকডাউন এর মাঝে দেব-ব্রত তে আস্থা রেখেই আশা-আশঙ্কার দোলাচল কাটুক শতবর্ষে পা রাখা ক্লাবের লাখো সমর্থকের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: লকডাউন চলছে। থমকে আছে সব ধরনের খেলাধুলা। থেমে নেই লাল হলুদ। আগামী মরশুমের জন্য ঘর গোছানোর পালা চলছে জোর কদমে।দমদমের ফকির ঘোষ লেনের চারতলার ফ্ল্যাটে বন্দি লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার। কলকাতায় থাকলে বিকেলের পর লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটেন্ট নীতুদার রোজের ঠিকানা। সেই মানুষটাই দীর্ঘশ্বাস ফেলে বলছিলেন,"২১ মার্চের পর ক্লাবে যাইনি। মন ছটফট করছে। কিন্তু কিছু করার তো নেই। এখান থেকেই ফোনে ফোনে যতটা কাজ এগিয়ে রাখা যায়, সেটাই রাখছি।"
advertisement

দলবদলের আসরে এবার থেকেও নেই মোহনবাগান। চার্চিল, রিয়াল কাশ্মীর, গোকুলামের মত দলগুলোও চুপচাপ। ময়দানে একাই রাজ করছে ইস্টবেঙ্গল। দেবব্রত বলেছিলেন,"আমাদের আইএসএল খেলার তাগিদ আছে। তাই তাড়াটা বেশি। আমাদের সমর্থক-বেসড ক্লাব। শতবর্ষে দাঁড়িয়ে আছি। এই মরশুমে সাফল্য আসেনি। এবারেও ট্রফি না এলে নিজেকে ক্ষমা করতে পারব না। তাই এবার আগেভাগেই নামতে হয়েছে।"

advertisement

চুলোভা, বলবন্ত, উমিদের সই হয়ে গিয়েছে। লাল-হলুদের পরবর্তী লক্ষ্য জেজে, শেহনাজ, বিকাশ জাইরুরা। দল তো ভালই হচ্ছে এবার? প্রশ্ন শেষ করার আগেই ইনসাইড ডজ দেবব্রত সরকারের,"সে তো মাঠে বোঝা যাবে। আসলে ভারতীয়  তারকারা প্রায় সবাই আইএসএল দলগুলোয় চুক্তিবদ্ধ। তাই তাদের পাওয়ার সম্ভাবনা নেই। যে এক-আধজন আছেন, তাদের পেতেই ঝাঁপিয়েছি।"কিন্তু আইএসএল খেললে তো দুর্দান্ত মানের বিদেশি ফুটবলার দরকার! ময়দানের পোড় খাওয়া দুদে ক্লাবকর্তার মতোই দেবব্রতর ঠোটের কোণায় এক চিলতে হাসি। বলে চললেন,"পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে এবার অনেক ফ্র্যাঞ্চাইজির দল চালাতে নাভিশ্বাস উঠবে। বিদেশিরাও অনেক কম বাজেটে খেলতে রাজি হয়ে যাবে। বিদেশি নিয়ে তাই তাড়াহুড়ো করছি না। পরে অনেক কম বাজেটে ভাল বিদেশি পাব। কথা দিচ্ছি, দল এবার ভাল হবে।"

advertisement

একথা সেকথার পর ওঠার আগে মনের  সন্দেহ দূর করতে আরও একবার প্রসঙ্গটা তুলে ফেললাম। এত ভাল দল করে দ্বিতীয় স্তরের লিগ খেলতে হবে না তো? প্রতিবেদকের মন পড়েই কী না কে জানে! জবাবটা এল,"লিখে নিন, ইস্টবেঙ্গল আইএসএল খেলবে। কী ভাবে খেলবে? কেন খেলবে? এখনই ভেঙে বলতে পারব না। তবে আইএসএল খেলব।" ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা বলছেন বলে কথা! লাল-হলুদের একচ্ছত্র নায়ক। তিনি যখন এতটা জোর দিয়ে বলছেন, লাল-হলূদ জনতার বিশ্বাস না করে উপায় কী! লকডাউন এর মাঝে দেব-ব্রত তে আস্থা রেখেই আশা-আশঙ্কার দোলাচল কাটুক শতবর্ষে পা রাখা ক্লাবের লাখো সমর্থকের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র ৩ বছর বয়সেই ইন্টারন্যাশনাল স্টার! খেলার বয়সে একের পর এক খেতাব জয়
আরও দেখুন

PARADIP GHOSH 

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
"বিদেশি রিক্রুটে 'ধীরে চলো,' ISL-ই খেলব...." দাবি ইস্টবেঙ্গল সুপ্রিমোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল