কিন্তু বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচের আগে ইস্টবেঙ্গল সংসারের অবস্থা বিশেষ ভালো নয়৷ বিভিন্ন দিক থেকে উঠে আসা অসুবিধাগুলিকে কোনওরকমে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে৷
একদিকে দুই কোচের সম্মুখ সমর এখন না থাকলেও টেনশনের চোরাস্রোত রয়েছেই৷ শুধু এটুকুই নয়৷ আদৌ ডুডু খেলবেন কিনা তা নিয়েও জল্পনা চরমে৷ কোচ খালিদ জামিল জানিয়েছেন ডুডু বৃহস্পতিবার অনুশীলন করেছেন৷ তিনি আশা প্রকাশ করেছেন খেলবেনও এই অভিজ্ঞ স্ট্রাইকার৷ তবে তাও সেটা নিয়ে নিঃসন্দেহ হওয়া যাচ্ছে না৷
advertisement
এরই মধ্যে উষ্মা বাড়াচ্ছেন এডুয়ার্ডোও৷ তিনি নাকি রীতিমতো ক্ষুব্ধ সমালোচনায়৷ একটা ম্যাচে পারফরম্যান্স না করতে পারলেই কর্তা থেকে সমর্থকদের গেল গেল রব তাঁর আদৌ পোষাচ্ছে না৷
তবে বহু যুদ্ধের সফল স্ট্র্যাটেজিকার সুভাষ ভৌমিক আশাবাদী বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ভারত সেরা হওয়ার ক্ষমতা রাখে ইস্টবেঙ্গল৷ সব মিলিয়ে কলকাতার জামাই সুনীল ছেত্রীর দলের বিরুদ্ধে সুপার কাপের মেগা ফাইনালে নামার আগে বেশ দোলাচলে ইস্টবেঙ্গল৷