TRENDING:

‘‘ ডার্বিতে ইস্টবেঙ্গলই ফেভারিট...’’, দাবি বাগানের সহকারি কোচের

Last Updated:

অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল। রবিবাসরীয় আই লিগ ডার্বির আগে দাবি, মোহনবাগানের সহকারি কোচ শঙ্করলাল চক্রবর্তীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল। রবিবাসরীয় আই লিগ ডার্বির আগে দাবি, মোহনবাগানের সহকারি কোচ শঙ্করলাল চক্রবর্তীর। বিশেষজ্ঞদের মতে, বল পড়ার আগে এই দাবি করে লাল-হলুদের উপর মানসিক চাপ বাড়ানোর চেষ্টা করলেন সঞ্জয় সেনের ডেপুটি।
advertisement

সম্প্রীতির ডার্বি। ৬৮ হাজারের হাতছানি। তৈরি বিশ্বকাপের মাঠ যুবভারতী। ছিয়ানব্বই বছরেও ভারতীয় ফুটবলের সেরা ইউএসপির জন্য উত্তপ্ত হতে শুরু করল শীতের কলকাতা। সকালে ইস্টবেঙ্গল। বিকেলে মোহনবাগান। শুক্রবার সল্টলেকের অনুশীলন মাঠে গা ঘামিয়ে নিল দু’দলই। মাঠে নামার আগেই খালিদ অ্যান্ড কোম্পানির উপর চাপ বাড়াতে লাল-হলুদ এগিয়ে বলেই দাবি করলেন শঙ্করলাল চক্রবর্তী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

চতুর্থীর শিলিগুড়িতে এগিয়ে গিয়েও ইস্টবেঙ্গলের কাছে আটকে গিয়েছিল মোহনবাগান। এক পয়েন্ট ছিনিয়ে নিয়ে সাতবার লিগ ঘরে তুলেছিলেন আমনা-প্লাজারা। এবার দুটি দলই এক পয়েন্ট নিয়ে মাঠে নামবে। অনলাইনে টিকিট। বিশ্বকাপের নিরাপত্তা। মঞ্চ তৈরিই আছে। ঘটি-বাঙালের আবেগের ম্যাচে এখন অপেক্ষা শুরু কিক-অফের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
‘‘ ডার্বিতে ইস্টবেঙ্গলই ফেভারিট...’’, দাবি বাগানের সহকারি কোচের