TRENDING:

ইস্টবেঙ্গল থেকে সরিয়ে দেওয়া হল খালিদকে, মহমেডানের নতুন কোচ মৃদুল

Last Updated:

কলকাতা ফুটবলে মরশুম শেষে ক্লাবে ক্লাবে কোচেদের বিদায় ঘন্টা বেজে গেল ৷ খালিদ জামিলকে বাতিল করে দিল ইস্টবেঙ্গল ৷ অন্যদিকে মহমেডান স্পোর্টিংয়ের নয়া কোচ হলেন মৃদুল ভট্টাচার্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  কলকাতা ফুটবলে মরশুম শেষে ক্লাবে ক্লাবে কোচেদের বিদায় ঘন্টা বেজে গেল ৷ খালিদ জামিলকে বাতিল করে দিল ইস্টবেঙ্গল ৷ অন্যদিকে মহমেডান স্পোর্টিংয়ের নয়া কোচ হলেন মৃদুল ভট্টাচার্য ৷
advertisement

মরশুমের মাঝপথ থেকে ইস্টবেঙ্গলের খালিদ প্রীতি আস্তে আস্তে কমে আসছিল ৷ কলকাতা লিগ ছাড়া আর কিছুই দিতে পারেননি আইজলকে চ্যাম্পিয়ন করা কোচ ৷ আইলিগে দু‘বার ডার্বিতে হার, চ্যাম্পিয়নশিপের দৌড়ে থেকেও তা হাতছাড়া হওয়া ক্ষোভের পাহাড় জমছিল ৷

সুপার কাপের আগেই সুভাষ ভৌমিককে খালিদের মাথার ওপর বসিয়েছিলেন লালহলুদ কর্মকর্তারা ৷ কিন্তু তাতে না চাকরিতে ইস্তফা দিয়েছেন খালিদ না সুভাষ ভৌমিকের সঙ্গে কাজ করেছেন ৷ ফলে দলও কোচ ও টিডি-র দু‘রকম নির্দেশ পালন করতে গিয়ে আরও বিভক্ত হয়ে গেছে  ৷ যা হওয়ার তাই হয়েছে সুপার কাপও ঘরে আসেনি ৷

advertisement

ফলে যেটা হওয়ার ছিল সেটাই হল ৷ খালিদ জামিলকে সরিয়ে দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে নিল ইস্টবেঙ্গল ৷ পাশাপাশি আগামী মরশুমে দলের দায়িত্ব সামলাবেন সুভাষ ভৌমিকই ৷ পাশাপাশি এ লাইসেন্সধারী কোচ হিসেবে প্রাথমিকভাবে বাস্তব রায়ের সঙ্গে কথা বলবে ইস্টবেঙ্গল ৷

Mohamedan Sporting brings Mridul Bhattachrya as coach/ File Photo

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিকে টানা পাঁচ ম্যাচে হারের জেরে সরে যেতে হল মহমেডান স্পোর্টিংয়ে কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যকে ৷ তাঁর বদলে দায়িত্বে আসতে চলেছেন মৃদুল ভট্টাচার্য ৷ পারফরম্যান্স না হলেই কোচ বদলে ফেলার চিরাচরিত রীতি মেনেই বিশ্বজিৎকে সরিয়ে মৃদুলকে আনতে চলেছে সাদা-কালো শিবির ৷ গত মরশুমে মৃদুল ভট্টাচার্যের কোচিংয়ে কলকাতা লিগে রানার্স হয়েছিল মহমেডান ৷ পাশাপাশি বাংলাকেও সন্তোষ ট্রফি জিতিয়েছিলেন তিনি ৷ তাই তাঁর ওপরই আস্থা দেখাল মহমেডান ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ইস্টবেঙ্গল থেকে সরিয়ে দেওয়া হল খালিদকে, মহমেডানের নতুন কোচ মৃদুল