'ড্রাইভিং গোলস' প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও সুনীল ছেত্রী। এদিনের প্রজেক্টে অংশ নিয়েছিলেন ৬০ জন ক্ষুদে ফুটবলার। প্রাক্তন ফুটবলার সুপ্রিয় দাশগুপ্ত ও লাল্টু দাসের তত্ত্বাবধানে ৬০ জন ফুটবলারের মধ্যে এদিন বেছে নেওয়া হয় সেরা পাঁচ জন প্রতিভাকে। নজর কাড়েন বসিরহাটের স্থানীয় প্রতিভা ব্র্যাঙ্কো ঘোষ। অংশগ্রহণকারী ক্ষুদে ফুটবলারদের উদ্দেশ্যে জায়েন্ট স্ক্রিন মোটিভেশনাল বার্তা দেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও সুনীল ছেত্রী।
advertisement
প্রাক্তন ফুটবলার ও স্থানীয় বিধায়ক দীপেন্দু বলেছিলেন," বসিরহাট থেকে আগামীর ক্রীড়া প্রতিভাকে তুলে আনতেই 'ড্রাইভিং গোলস' প্রজেক্টে অংশগ্রহণ। কোভিড আবহের জন্য ৬০ জনের বেশি ফুটবলার রাখা হয়নি। মাঠের মধ্যে স্বাস্থ্য বিধি ও স্যানিটাইজেশন পদ্ধতি মেনেই প্রতিভা বাছাইয়ের কাজ হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের প্রজেক্টের মাধ্যমে ক্রীড়া প্রতিভা তুলে ধরার কাজে সামিল হবে বাণী সংঘ।"
অন্যদিকে 'ড্রাইভিং গোলস' প্রজেক্টের পক্ষ থেকে শতদ্রু দত্ত জানান, "সৌরভ গঙ্গোপাধ্যায় ও সুনীল ছেত্রী এই প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দেশের ক্রীড়া ক্ষেত্রে দুই আইকনের বার্তা আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিয়ে নতুন প্রতিভা তুলে আনাই এই প্রজেক্টের মূল উদ্দেশ্য। আগামী দিনে বারাসত, উত্তরপাড়া, হলদিয়া-সহ রাজ্যের দশটি জায়গায় এই ধরনের প্রতিভা বাছাইয়ের শিবির আয়োজন করা হবে।"
PARADIP GHOSH