ইদের আগে মুক্তি পেয়েছে রেস থ্রি। বক্স অফিসে সলমন খানের এই ছবির কালেকশন কত হবে, তা হয়তো সময় বলবে। কিন্তু শুক্রবার রাতে স্পেন বনাম পর্তুগাল ম্যাচে পয়সা অসুল করে নিল সোচি। সৌজন্যে বিশ্ব ফুটবলের একমাত্র রকস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
আরও পড়ুন-রোনাল্ডোর হ্যাটট্রিকে তিকিতাকার ছন্দপতন, রুদ্ধশ্বাস ম্যাচ ড্র করল পর্তুগাল
advertisement
ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে হঠাৎ করেই ফুঁড়ে বেরিয়েছিল তাঁর বিরুদ্ধে দু'বছর আগের কর ফাঁকির মামলা। স্প্যানিশ পত্রিকা দাবি করেছিল, জেল এড়াতে বহু কোটি টাকা জরিমানা দিতে রাজি হয়েছেন রোনাল্ডো। ওয়াকিবহাল মহলের দাবি, সিআর সেভেনকে রুখতে এও ছিল এক ছক। কিন্তু ফোকাস নড়ল না। বরং স্পেনের বিরুদ্ধে আরও অপ্রতিরোধ্য, আরও ভয়ঙ্কর রোনাল্ডো।
গোল করলেন। গোল করার মতো পরিস্থিতিও তৈরি করেছিলেন। কেরিয়ারের ১৫১তম আন্তর্জাতিক ম্যাচে এই নিয়ে তাঁর ষষ্ঠ হ্যাটট্রিক। এই বিশ্বকাপে প্রথম। বিশ্বকাপের মঞ্চে স্পেনের বিরুদ্ধে তিনিই প্রথম যিনি হ্যাটট্রিক করলেন। দেশ ও ক্লাব মিলিয়ে তাঁর হ্যাটট্রিকের সংখ্যা ৫১। সেইসঙ্গে বিশ্বকাপে গোলের নিরিখে পিছনে ফেলে দিলেন লিও মেসিকে। পরিসংখ্যান নয়, আপাতত সোচির মৌতাত নিতে চান রোনাল্ডো। নেতার দাবি, এই পারফরম্যান্স টিম গেমের ফসল। আর ম্যাচ শেষে পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্টোসের দাবি, তিনি গর্বিত কারণ বিপ্লবের নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।