সম্প্রতি ইউরো কাপ থেকে বিদায় নিয়েছিল পর্তুগাল। বেলজিয়ামের কাছে হেরে শেষ আটে উঠতে পারেনি তাঁরা। ফুটবলপ্রেমীদের মনে গেঁথে আছে রোনাল্ডোর শেষ ইউরো কাপের বিদায় পর্ব। প্রচুর সুযোগ তৈরি করেও সেদিন গোল করতে পারেনি পর্তুগাল। খেলা শেষে অধিনায়কের আর্মব্যান্ড মাটিতে ফেলে দিলেন পর্তুগিজ তারকা। একবার হতাশ চোখে গ্যালারির দিকে দেখলেন। তারপর হারিয়ে গেলেন টানেলের ভেতর।
advertisement
আধুনিক প্রজন্মের অন্যতম সেরা ফুটবলারের ইউরোর মঞ্চ থেকে বিদায় আরও রঙিন হতে পারত। কিন্তু আর আক্ষেপ নেই পর্তুগিজ কিংবদন্তির। ফুটবলে ভাগ্য একটা বড় ফ্যাক্টর জানেন তিনি। তাই যা হয়ে গিয়েছে, তা নিয়ে ভেবে সময় নষ্ট করেন না। বরং জীবন উপভোগ করেন।
পরের বছর কাতার বিশ্বকাপে আবার দেখা যাবে তাঁকে। আন্তর্জাতিক মঞ্চে শেষবারের জন্য। কদিন পরেই যোগ দেবেন ক্লাব ফুটবলে। আবার সেই সকালে অনুশীলন, তারপর ম্যাচ, রিকভারি, আবার ম্যাচ। শুরু হয়ে যাবে চেনা রুটিন। তাই তার আগে শরীর এবং মনের আনন্দ করে ব্যাটারি রিচার্জ করে নিচ্ছেন পর্তুগিজ মহাতারকা।