TRENDING:

সোশ্যাল মিডিয়ায় রণং দেহি রোনাল্ডোর বোনেরা ...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লিসবন: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য এই বছরটা ভীষণভাবে হ্যাপেনিং ৷ সিআর সেভেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হ্যাটট্রিক করেছেন এ বছরই ৷ রিয়েল মাদ্রিদের হয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি ৷ তবে স্প্যানিশ জায়ন্টদের এবার টাটা করে চলে গেছেন রোনাল্ডো ৷এখন তিনি জুভেন্তাসের জার্সিতে কামাল করছেন ৷
advertisement

২০১৭-১৮ তে চ্যাম্পিয়ন্স লিগে ১৫ গোল করে সর্বোচ্চ গোলস্কোরার তিনি ৷ কিন্তু এহেন রোনাল্ডোকেই টেক্কা দিয়ে দিলেন তাঁর পুরনো ক্লাবের সতীর্থ লুকা মদ্রিচ ৷ মদ্রিচ পেয়েছেন ইউরোপিয়ান প্লেয়ার অফ দ্য ইয়ার, ফিফা দ্য বেস্ট, এবং ব্যালন ডি অর ৷ সবকটিতেই রোনাল্ডোকে টেক্কা দিয়ে ছিনিয়ে নিয়েছেন শিরোপাগুলি ৷

কিন্তু এভাবে রোনাল্ডোর মুখের খাবার ছিনিয়ে নেওয়া মদ্রিচকে মোটেই ভালো চোখে দেখছেন না  দু‘জন ৷ মানে হয়ত দেশ বিদেশের লক্ষ লক্ষ ফ্যানরাই বিষয়টা নিয়ে খুশি নন তবে মারাত্মকভাবে সরব হয়েছেন রোনাল্ডোর বোন অ্যালমা  ও কাটিয়া অ্যাভিয়েরো ৷

advertisement

রোনাল্ডো এবারের ব্যালন ডি অরে দ্বিতীয় হয়েছেন ৷ তারপরে রয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যান্তোনিও গ্রিজম্যান, পিএসজি কেইলান এমব্যাপে ও বার্সেলোনার লিওনেল মেসি ৷

নিজেদের পোস্টে রোনাল্ডোর দুই ‘বহেনা’ মুখ খুলেছেন ৷ অ্যালমা বলেছেন , ‘‘দুর্ভাগ্যবশত আমরা যে পৃথিবীতে বাস করছি ,সেটা একটা পচে যাওয়া তাতে রয়েছে মাফিয়াদের দাপট আর f******g টাকার প্রতিপত্তি ৷ ভগবানের ক্ষমতা এই পচে যাওয়াদের থেকে অনেক বেশি ৷ ভগবান নিজের সময় নেয় কিন্তু কখনও ফেল করে না ৷ ’’

advertisement

আরও পড়ুন - আবার এক ল্যান্ডমার্কের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি

তিনি আরও বলেছেন , ‘‘পৃথিবীর সেরা খেলোয়াড় ...তবে যারা ফুটবল বোঝে তাঁদের জন্য ৷ ’’ নিজের ভাইকেই বেস্ট প্লেয়ার বলে পোস্ট করে তার পাশের ট্যাগে নিজের এই মত ব্যক্ত করেছেন ৷

advertisement

এদিকে মেসি-রোনাল্ডো দৌরাত্ম্যে কীভাবে বিভিন্ন সেরা প্লেয়ার যাঁরা ব্যালন ডি অর থেকে বঞ্চিত হয়েছেন তাঁর নমুনা দিয়েছেন মদ্রিচ ৷ এতে তিনি নাম তুলে এনেছেন ,স্নাইডার, জাভি ও আন্দ্রে ইনিয়েস্তা ৷

বাংলা খবর/ খবর/খেলা/
সোশ্যাল মিডিয়ায় রণং দেহি রোনাল্ডোর বোনেরা ...