আর মাত্র কয়েক ঘণ্টা পরই এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে৷ তার আগে নেইমার- মেসি দ্বৈরথ নিয়ে দু' ভাগ গোটা বিশ্ব৷ মেগা ফাইনালের আগে দেখে নেওয়া যাক, লিওনেল মেসি না নেইমার দ্য সিলভা জুনিয়র- ২০২১ সালের কোপা আমেরিকায় কে বেশি সফল?
এ বারের কোপা আমেরিকার ফাইনালে দক্ষিণ আমেরিকার ফুটবলের এই দুই সেরা শক্তিই যে মুখোমুখি হবে, তা যেন প্রত্যাশিতই ছিল৷ আর এই ফাইনালেরই যেন অপেক্ষা করছিল গোটা ফুটবল বিশ্ব৷ এ বারের কোপা আমেরিকায় এখনও পর্যন্ত ৬টি করে ম্যাচ খেলে ৫টিতেই জয়ী হয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা৷ ব্রাজিল যেখানে ১২টি গোল করেছে, সেখানে আর্জেন্টিনা করেছে ১১ গোল৷
advertisement
পরিসংখ্যান বলছে, এবারের কোপায় এখনও পর্যন্ত চারটি গোল করেছেন লিওনেল মেসি৷ পাঁচটি অ্যাসিস্ট রয়েছে তাঁর৷ অর্থাৎ টুর্নামেন্টে আর্জেন্টিনা যে এগারোটি গোল করেছে, তার মধ্যে ৯টির ক্ষেত্রেই সরাসরি অবদান রয়েছে বার্সেলোনা অধিনায়কের৷ অন্যদিকে ব্রাজিলের হয়ে এবারের কোপায় দু'টি গোল করেছেন নেইমার৷ তিনটি অ্যাসিস্ট রয়েছে তাঁর৷ পরিসংখ্যান বলছে, ফাইনালের আগে পর্যন্ত নেইমারের থেকে এগিয়ে রয়েছেন মেসি৷ কিন্তু নেইমারের দেশের মাঠে শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসেন, সেটাই এখন দেখার৷ বিশেষজ্ঞরা বলছেন, এবারের কোপা আমেরিকার সব আলো একাই কেড়ে নিয়েছেন লিওনেল মেসি৷ স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি৷ কিন্তু ১৯৯৩ সালে কোপা আমেরিকা জয়ের পর আরও কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে জিততে ব্যর্থ আর্জেন্টিনা৷ মেসি নিজেই একটি বিশ্বকাপ ফাইনাল এবং তিনটি কোপা আমেরিকা ফাইনালে দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন৷ এবারে তাই যেন ব্রাজিলের মাটিতেই আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে নিজের সবটুকু উজাড় করে দিচ্ছেন ফুটবলের রাজপুত্র৷
স্কুয়াওকা-এর সৌজন্যে পাওয়া পরিসংখ্যান আরও বলছে, এবারের কোপায় ফ্রি কিক থেকে সরাসরি দু'টি গোল করে ফেলেছেন লিওনেল মেসি৷ তাঁর দেওয়ার মোট পাসের ৮০.৭৮ শতাংশই ছিল নির্ভুল৷ কম যান না নেইমারও৷ তাঁর দেওয়া ৮০.১৮ শতাংশ পাসই কোনও না কোনও সতীর্থের পা খুঁজে নিয়েছে৷
মাঠের বাইরে মেসি এবং নেইমার দারুণ বন্ধু৷ নেইমার এ কথাও স্বীকার করেছেন, জার্মানির বিরুদ্ধে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালে তিনি মেসিকেই সমর্থন করেছিলেন৷ কিন্তু কোপা ফাইনালে প্রিয় বন্ধুর প্রতি শ্রদ্ধা অটুট থাকলেও এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ নেইমার৷ তিনি বলেছেন, 'আমি সবসময়ই বলে এসেছি, যে ফুটবলারদের আমি খেলতে দেখেছি, তাঁদের মধ্যে মেসি শ্রেষ্ঠ৷ ও আমার খুব ভাল বন্ধু৷ কিন্তু এই ফাইনালটা আমি ভীষণ ভাবে জিততে চাই৷ কারণ এটাই হবে আমার প্রথম কোপা আমেরিকা কাপ জয়৷' নেইমারের জন্য মেসির গলাতেও শ্রদ্ধা ঝরে পড়েছে৷ মেসির কথায়, 'নেইমার সহ ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে অত্যন্ত কঠিন৷ আমরা জানি ও একাই কী করার ক্ষমতা রাখে!'