এদিনের ম্যাচে মেসি ছাড়াও অ্যালবি সেলেস্তের জার্সিতে গোল করেন পাপু গোমেজ ও লাউতারো মার্তিনেজ৷ বলিভিয়ার হয়ে এরউইন সাভেদ্রা একটি গোল শোধ করলেও তা দলকে জয়ে ফেরানোর জন্য যথেষ্ট ছিল না৷ গ্রুপ স্টেজ আর্জেন্টিনা শেষ করল দুধর্ষ জয় দিয়ে৷
এদিন ৬ মিনিটে গোমেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা৷ ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ২-০ করে দেন এলএম টেন৷ ৪২ মিনিটে ফের গোল করেন মেসি৷ ৩-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা৷
advertisement
আক্রমণাত্মক প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও খেলার ঝাঁঝ কমায়নি নীল -সাদা বাহিনী৷ তবে ৩-০ গোলে পিছিয়ে থাকা বলিভিয়া ৬০ মিনিটে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটি গোল পায়৷ এদিকে ৬৫ মিনিটে লাতুরো মার্টিনেজের গোলে স্কোরলাইন হয়ে ৪-১৷ এরপর আর গোলমুখ খোলেনি৷ দেখে নিন টানটান আর্জেন্তাইন পারফরম্যান্সের রুদ্ধশ্বাস মুহূর্তগুলো৷
তবে আর্জেন্টিনা ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকল৷ অন্যদিকে উরুগুয়ে, প্যারাগুয়েকে হারিয়ে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হল৷ তাদের পয়েন্ট সাত৷ প্যারাগুয়ে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে তিন নম্বরে এবং চিলি পাঁচ পয়েন্ট নিয়ে চার নম্বরে৷ এরা সকলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছলোষ তবে বলিভিয়া একটিও পয়েন্ট অর্জন করতে পারেনি গোটা টুর্নামেন্ট থেকে৷