উরুগুয়ে এদিন মাত্র একটি গোল করলেও গোটা ম্যাচেই আধিপত্য নিয়ে খেলে৷ একাধিক সুযোগ তৈরি করছিল তারা৷ তবে প্যারাগুয়ের রক্ষণ ভেঙে ঢুকতে পারেনি বিশেষ৷
এবারের টুর্নামেন্টে উরুগুয়ের মূল সমস্যা তারা গোলমুখে গিয়ে পারফেক্ট ফিনিশ দিতে পারছে না৷ তাই কাভানির পেনাল্টি থেকে একমাত্র গোলই ম্যাচের তাদের স্কোরলাইনের পাশে একমাত্র নম্বর হয়৷
গ্রুপ এ -র শীর্ষস্থানে থাকা আর্জেন্টিনা এদিন বলিভিয়াকে হারায় ৪-১ গোলে৷ তবে আর্জেন্টিনা ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকল৷ অন্যদিকে উরুগুয়ে, প্যারাগুয়েকে হারিয়ে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হল৷ তাদের পয়েন্ট সাত৷ প্যারাগুয়ে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে তিন নম্বরে এবং চিলি পাঁচ পয়েন্ট নিয়ে চার নম্বরে৷ এরা সকলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছলোষ তবে বলিভিয়া একটিও পয়েন্ট অর্জন করতে পারেনি গোটা টুর্নামেন্ট থেকে৷
আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ইকুয়েডর৷ অন্যদিকে আয়োজক ব্রাজিল খেলবে চিলির বিরুদ্ধে৷ শুক্রবার দিন এই ম্যাচ৷ এদিনই প্যারাগুয়ে খেলবে পেরুর বিরুদ্ধে৷