TRENDING:

Copa America 2019: ইকুয়েডরকে ৪-০ গোল উরুগুয়ের, গোল করে-করিয়ে কামব্যাক সুয়ারেজের

Last Updated:

Copa America 2019: উরুগুয়ের হয়ে গোলের খাতা খোলেন নিকোলাস লদেইরো৷ ৬ মিনিটের মাথায় দুর্দান্ত স্কিলে মার্কারদের বোকা বানিয়ে অনবদ্য গোল করেন৷ এরপর ৩৩ মিনিটে স্ট্রাইকার এডিনসন কাভানির অনবদ্য শট এবং গোল৷ হাফ টাইমের খানিক আগেই ৪৪ মিনিটে লুই সুয়ারেজের ফুটবল স্কিল দেখার সৌভাগ্য৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সাও পাওলো: ফুটবল বিশ্ব ভেবেছিল, ম্যাচটা হবে সমানে সমানে৷ সেয়ানে সেয়ানে৷ কিন্তু খেলা শেষে হতাশাই সঙ্গী ফুটবলপ্রেমীদের৷ প্রাপ্তি বলতে, উরুগুয়ের আসাধারণ শৈল্পিক ফুটবল ও দুর্দান্ত ডিফেন্স বোঝাল, ২০১৯-এর কোপা আমেরিকায় সুয়ারেজরা লম্বা রেসের ঘোড়া৷ যার নির্যাস, ইকুয়েডরের বিরুদ্ধে ৪-০ গোলে জিতল কোপা-র অন্যতম ফেভারিট উরুগুয়ে৷ বেশ কিছু কাল পর মাঠে ফিরে গোল পেলেন উরুগুয়ের স্টার প্লেয়ার লুই সুয়ারেজ৷ গোল করালেনও৷
advertisement

গোলের পর উচ্ছ্বাস সুয়ারেজদের

লাতিন আমেরিকা কেন্দ্রীক টুর্নামেন্ট হলেও, যেহেতু বেশির ভাগ প্লেয়ারই ইউরোপের ক্লাবগুলোয় খেলেন, তাই কোপা আমেরিকায় লাতিন আমেরিকার স্কিল ও ইউরোপীয় ঘরানা-- দুটোর মিশেল ঘটে৷ তাই ফিফা বিশ্বকাপের পাশাপাশি কোপা আমেরিকাও ব্যাপক জনপ্রিয় ফুটবলপ্রেমীদের কাছে৷

advertisement

সোমবার ভোরে ভারতের ফুটবলপ্রেমীরা, যাঁরা টিভি-র পর্দায় চোখ রাখলেন, তাঁরা ইকুয়েডরের দুর্বল খেলায় হতাশ হলেও, উরুগুয়ের স্কিলে মুগ্ধ৷ এ দিন উরুগুয়ের হয়ে গোলের খাতা খোলেন নিকোলাস লদেইরো৷ ৬ মিনিটের মাথায় দুর্দান্ত স্কিলে মার্কারদের বোকা বানিয়ে অনবদ্য গোল করেন৷ এরপর ৩৩ মিনিটে স্ট্রাইকার এডিনসন কাভানির অনবদ্য শট এবং গোল৷ হাফ টাইমের খানিক আগেই ৪৪ মিনিটে লুই সুয়ারেজের ফুটবল স্কিল দেখার সৌভাগ্য৷ বেশ কিছু কাল মাঠের বাইরে থেকে ফিরে এসেই কোপা-য় জাত চিনিয়ে দিলেন৷ অসাধারণ গোল করে ৩ শূন্যে নিয়ে গেলেন উরুগুয়েকে৷

advertisement

উরুগুয়ে বুনাম ইকুয়েডর

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

আর্তুরো মিনার হাস্যকর আত্মঘাতী গোলটি না-হলে ইকুয়েডর শূন্যেই শেষ করত৷ অবশ্য ৭৮ মিনিটে মিনা একটি গোল ইকুয়েডরের জালে জড়িয়ে শোধও দিয়ে দেন আত্মঘাতী গোলের৷ বল পজেশন থেকে টার্গেট শট-- সবতেই উরুগুয়ের থেকে যোজন পিছিয়ে ইকুয়েডর৷ গোটা ৯০ মিনিটে আক্ষরিক অর্থেই একটি বল গোলমুখী করতে পারল না ইকুয়েডর৷ উপরন্তু কুইন্তেরসের খারাপ ট্যাকলে লাল কার্ড দেখতে হল৷ ফলে একে খারাপ ফুটবল, তার উপর ১০ জনেই খেলতে হল হারনান গোমেজের দলকে৷ উরুগুয়ের যেখানে টার্গেট শট ৭টি , সেখানে ইকুয়েডরের মাত্র ১টি৷ তাও অতি দুর্বল৷ ৯টি কর্নার পায় উরুগুয়ে৷ ইকুয়েডরকে মাত্র একটি কর্নারেই সন্তুষ্ট থাকতে হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Copa America 2019: ইকুয়েডরকে ৪-০ গোল উরুগুয়ের, গোল করে-করিয়ে কামব্যাক সুয়ারেজের