TRENDING:

Copa America 2019: স্যাঞ্চেজের গোলে ইক্যুয়েডরকে হারিয়ে কোপার শেষ আটে চিলি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চিলি-  ১ ( এনার ভ্যালেন্সিয়া- ২৬' (পেনাল্টি)
advertisement

ইক্যুয়েডর - ২ (হোসে পেদ্রো ফুয়েনজালিদা- ৮', অ্যালেক্সিস স্যাঞ্চেজ- ৫১')

#সালভাদর: গতবারের চ্যাম্পিয়নদের আটকানো যাচ্ছে না ৷ জিতেই চলেছে চিলি ৷ ইক্যুয়েডরকে শনিবার ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে অ্যালেক্সিস স্যাঞ্চেজরা ৷ এদিন স্যাঞ্চেজের গোলেই জয় নিশ্চিত করে চিলি ৷

খেলা শুরু হওয়ার ৮ মিনিটের মধ্যেই ফুয়েনজালিদার গোলে এগিয়ে যায় চিলি ৷ এরপর সমতা ফেরাতে মরিয়া লড়াই চালায় ইক্যুয়েডর ৷ এরপর ২৫ মিনিটে চিলির গোলরক্ষক গ্যাব্রিয়েল অ্যারিয়াস ফাউল করলে পেনাল্টি পায় ইক্যুয়েডর ৷ সেখান থেকে গোল করতে কোনও ভুল করেননি এনার ভ্যালেন্সিয়া ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫১ মিনিটে চিলির হয়ে দ্বিতীয় গোলটি করেন স্যাঞ্চেজ ৷ এরপর আর ম্যাচে ফিরে আসতে পারেনি ইক্যুয়েডর ৷ গ্রুপ পর্বের দুই ম্যাচের দুটিতেই জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে চিলি। অন্যদিকে দুই ম্যাচের দুটিতেই হেরে নিজেদের ইক্যুয়েডরের পয়েন্ট ০ । আগামী ২৪ জুন উরুগুয়ের বিরুদ্ধে নামবে চিলি ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Copa America 2019: স্যাঞ্চেজের গোলে ইক্যুয়েডরকে হারিয়ে কোপার শেষ আটে চিলি